বরিশালে রাধাগোবিন্দ মন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

0

বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার প্রখ্যাত রাধাগোবিন্দ মন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর করে স্বর্ণালঙ্কার, প্রণামী বাক্সের টাকাসহ পূজায় ব্যবহৃত কাঁসা পিতলের সরঞ্জাম লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, পুলিশ সুপার, ইউএনও, অতিরিক্তি পুলিশ সুপার। মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার গ্রামের সরকার (শীল) বাড়ির সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের গ্রিল ভেঙ্গে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে। পরে মন্দিরের রাধা-কৃষ্ণ বিগ্রহ, গৌর-নিতাই ও লক্ষ্মী-নারায়ণ প্রতিমার হাত ও মাথা ভাঙচুর করে বিচ্ছিন্ন করে। এ সময় দুর্বৃত্তরা প্রতিমার গায়ে থাকা সোনার অলংকার, প্রণামী বাক্সের টাকা ও মন্দিরে পূজায় ব্যবহৃত কাঁসা পিতলের ১৫ কেজিরও অধিক থালা বাসন লুট করে নিয়ে যায়।

শুক্রবার ভোর ৫টার দিকে মন্দির সংলগ্ন বাসিন্দা আরতী শীল মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা দেখে পাশের লোকজনদের জানান। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ৩ জোড়া জুতা উদ্ধার করা হয়। পরে খবর দেওয়া হয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে।

শুক্রবার দুপুরে মন্দির কমিটির সভাপতি পরাণ চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামরা দায়ের করেছেন।

ঝিনাইদহে কালী প্রতিমা ভাঙচুরকালে এইচএসসি পরীক্ষার্থী আটক, পরিবারের দাবি- পাগল!

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কীর্তিনগর গ্রামের একটি মন্দিরে ঢুকে কালী প্রতিমা ভাঙচুর করার সময় সোহান হোসেন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিমা ভাঙচুরকারী পরীক্ষার্থী সোহান শৈলকুপা উপজেলার দোহাড়া গ্রামের রজব আলির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে কীর্তিনগর গ্রামের একটি মন্দিরের তালা ভেঙে ভেতরে থাকা কালী প্রতিমা ভাঙচুর করছিল সোহান। এসময় আশেপাশের লোকজন দেখতে পেয়ে তাকে ধরে কাতলাগাড়ি পুলিশ ক্যাম্পে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে একটা হাতুড়ি ও লোহার টুকরো উদ্ধার করা হয়।

সে এ বছর কাতলাগাড়ি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে বলেও জানান ওসি। প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। এদিকে এ ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত সোহানের পরিবার ও স্বজনদের দাবি, তাদের সন্তান মানসিক ভারস্যম্যহীন, পাগল।

এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানতে কাতলাগাড়ি ডিগ্রি কলেজের দু’জন শিক্ষক পাল্টা প্রশ্ন করেন প্রতিবেদককে, পাগল কি এইচএসসি পরীক্ষা দেয়? রশিদ মৃধা নামের এক দোকানি জানান, সোহানের মধ্যে কোনো পাগলামির লক্ষণই দেখেননি। তাকে বাঁচাতে তার পরিবার মিথ্যা বলছে। কোনো পাগল মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করবে- এটা বিশ্বাসযোগ্য না।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!