বার বার মুশফিক ও বাংলাদেশের কথা মনে হচ্ছিলো: স্টোকস

0

স্পোর্টস ডেস্ক:

২০১৬-তে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের শেষ ৩ বলে ২ রান দরকার ছিল। বড় শট খেলতে গিয়ে সেবার মিড উইকেট অঞ্চলে ক্যাচ তুলে দিয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক- ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওই শটের কারণে প্রায় জিতে যাওয়া ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। আর ম্যাচটি জিতে সেমিফাইনালে পা রাখে ভারত।

এবারের সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও অনেকটা মুশফিকুর রহিমের মতো পরিস্থিতিতে পড়েন ইংলিশ খেলোয়াড় বেন স্টোকস। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, শেষ বলের ঠিক আগে, আমার মাথায় ছিল শুধু টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচটি (২০১৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে)।

মুশফিকের ভুল থেকে শিক্ষা নিয়েছেন স্টোকস এবং বুঝতে পেরেছিলেন যে, ৬ হাঁকিয়ে নায়ক হওয়ার চেয়ে দলকে নিরাপদ অবস্থানে পৌঁছে দেওয়া বেশি জরুরি।

স্টোকস বলেন, ৬ হাঁকিয়ে নায়ক হওয়ার চেষ্টা করো না। বরং ১ রান নেওয়ার চেষ্টা করো এবং ম্যাচটা সুপার ওভারে নিয়ে যাও। এটাই ছিল আমার ভাবনা। ওই সময় আবেগ ছিল অনেক বেশি।

বেন স্টোকসের পরিকল্পনা অনেকটাই কাজে লেগে গিয়েছিল। তার ব্যাটেই সুপার ম্যাচটা সুপার ওভারে নিয়ে যায় ইংল্যান্ড। যদিও ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে ৫০ ওভার শেষ হওয়ার আগে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। এজন্য অবশ্য নিজের ওপর কিছুটা অখুশি স্টোকস।

আমি নিজের ওপর বেশ অখুশি হয়েছিলাম। ওই সময় আমার মাথা ঠিক রাখা এবং দলের জন্য কাজটা শেষ করে আসা জরুরি ছিল,’ যোগ করেন স্টোকস।

সুপার ওভারেও ব্যাট হাতে নামেন স্টোকস। সঙ্গী হন জস বাটলার। ক্লান্ত, পরিশ্রান্ত অলরাউন্ডার স্টোকস সেখানেও একটা বাউন্ডারি হাঁকিয়ে বড় অবদান রাখেন। যদিও সুপার ওভারে সমান রান করে নিউজিল্যান্ড।

কিন্তু সব নাটকের অবসান ঘটিয়ে বাউন্ডারি সংখ্যার হিসাবে বিশ্বকাপটা ইংল্যান্ডের ঘরেই যায়। আর জয়ের নায়ক হয়ে জাতীয় বীর হয়ে যান স্টোকস।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!