টিপস: পুরনো খবরের কাগজ যেসব কাজে ব্যবহার করতে পারেন

0

লাইফ স্টাইল ডেস্ক:

আমাদের অনেকের বাড়িতে প্রতিদিনই খবরের কাগজ জমা হয়। মাসের শেষে তো পুরনো কাগজের পাহাড় তৈরি করে। জায়গা খালি করতে হয় বলে সেগুলি ফেলে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয়। কিন্তু জানেন কি এই পুরনো কাগজ আপনি বাড়ির অনেক কাজে লাগাতে পারেন?

জানালা পরিষ্কার

সাধারণত আমরা জানালা পরিষ্কার করার জন্য শুকনো কাপড় ব্যবহার করি। এতে অনেক সমস্যা। সেই কাপড় একবার ব্যবহার করে ফেলেও দেওয়া যায় না। তাই ওটা কাচতে হয়, শুকোতে হয়। কিন্তু কাপড়ের বদলে পুরনো খবরের কাগজ ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি। তার উপর শুকনো কাগজ ব্যবহার করলে জানালার ভেজা ভেজা ভাবও কাগজ শুষে নেয়। ফলে ঝকঝকে হয়ে যায় জানালা। একইভাবে গাড়ির গ্লাস পরিষ্কার করতেও খবরের কাগজ ব্যবহার করতে পারেন।

আয়না বা কাঁচ পরিষ্কার

ড্রেসিং টেবিলের আয়না, জানালার কাঁচ, ওয়াশরুম বা বেসিনের আয়না অনেক সময় ঘোলাটে হয়ে যায়, দাগ পড়ে যায়। খবরে কাগজ দিয়ে সহজেই কাঁচ বা আয়না পরিষ্কার করে নিতে পারেন। হালকা একটু পানি ছিটিয়ে কাগজ ভিজিয়ে নিন, তারপর ঘষে ফেলুন আয়না বা কাঁচ। দেখবেন দাগ উঠে গেছে। কঠিন দাগ থাকলে পরের ধাপে এক লিটার পানিতে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে সেই পানি দিয়ে এক টুকরো পাতলা কাপড় ভিজিয়ে কাঁচ বা আয়নাটা মুছে নিন। দেখবেন ঝকঝক করছে।

মালামাল রাখার তাকে আচ্ছাদন

ভিজে ভাব শোষণ করে নেয় খবরের কাগজ। তাই তাকের উপর আচ্ছাদন হিসেবে এটি ব্যবহার করা যেতেই পারে। রান্নাঘরের তাকে খবরের কাগজ পেতে তার উপর জিনিসপত্র রাখলে তাক তেলচিটে হয় না। এছাড়া জামাকাপড় বা বই রাখার তাকেও খবরের কাগজ পেতে রাখতে পারেন। এক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে তেলচিটে হয়ে গেলে খবরের কাগজ ফেলে দেওয়া যায়।

পোষ্যদের টয়লেট বক্সের নিচে

বাড়িতে যদি পোষ্য কুকুর, বিড়াল, খরগোশ বা অন্যান্য কিছু থাকে, তাহলে তার টয়লেট বাক্সের নিচে খবরের কাগজ পেতে রাখতে পারেন। রোজ তবে এসব জায়গা পরিষ্কার করা থেকে ছুটি পাওয়া যায়।

জিনিসপত্র প্যাকেট করতে

যদি ব়্যাপার দিয়ে জিনিসপত্র প্যাক করা খরচসাপেক্ষ হয়ে যায়, তাহলে খবরের কাগজে জিনিসপত্র মুড়ে রাখতে পারেন। এতে জিনিসে ধুলো পড়বে না। অন্তত ৩টি কাগজে কোনও জিনিস মুড়ে রাখলে মোড়কটি ভাল হয়, নরমও হয়।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!