লাইফ স্টাইল ডেস্ক:
সোনা বা রুপার গহনা অনেক দিন ঘরে থাকলে কিছুটা বিবর্ণ হয়ে যায়। বিশেষ করে আংটি, ব্রেসলেট, নেকলেস এবং অন্য জিনিস পরিষ্কার করতে পারেন নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে।
১. একটি পাত্রে হালকা গরম পানি আর কিছু পরিমাণ তরল ডিটারজেন্ট নিয়ে ভালোভাবে মেশান।
২. এবার গহনাগুলো ১৫ মিনিট ডুবিয়ে রাখুন এই মিশ্রণে।
৩. একটি নরম টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষে ময়লা পরিষ্কার করুন।
৪. এরপর পরিষ্কার হালকা গরম পানিতে ধুয়ে উঠিয়ে নিন।
৫. সবশেষে একটি নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে ফেলুন।
এ ছাড়া সোনার গহনা অনেক দিন ব্যবহারে উজ্জ্বলতা হারালে গহনার দোকানে গিয়ে আবার পলিশ করিয়ে আনলে গহনা তার আগের উজ্জ্বলতা ফিরে পাবে। এই পলিশার বাজারে কিনতেও পাওয়া যায়। নিজেও করতে পারেন।
রুপার গহনা পরিষ্কার
রুপার গহনাও দীর্ঘদিন ঘরে থাকলে অনেকটা কালচে হয়ে যায়। রুপার গহনাও ঘরে বসে পরিষ্কার করতে নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।
১. প্রথমে হালকা গরম পানিতে ভালোমানের ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। ১০-১৫ মিনিট ছোপ পড়া গহনা ভিজিয়ে রাখুন। তারপর ভালোভাবে ব্রাশ করে নিন। কালো ছোপ এবং ধুলাবালি অনেকাংশেই কমে আসবে।
২. গহনা ঝকঝকে করে নিতে পারেন খুব সহজেই বেকিং পাউডার দিয়ে। প্রথমে ঠাণ্ডা পানিতে বেকিং পাউডার মিশিয়ে পেস্ট করে নিন। তারপর ব্রাশের সাহায্যে বেকিং পাউডারের যে পেস্ট তৈরি করা হয়েছে, তা দিয়ে ভালো করে গহনাগুলো মেজে নিন। অতঃপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ভালোমতো মুছে রাখুন।
৩. যাদের গহনায় পাথর আছে, তারা প্রথমেই পরীক্ষা করে নিন, পাথর খুলে পড়ার আশঙ্কা আছে কি না কিংবা পাথর গহনা থেকে খুলে গেছে কি না? খুলে গেলে নিজেই লাগিয়ে নিতে পারেন যথাস্থানে।
৪. পাথর লাগাতে শক্ত আঠা ব্যবহার করতে হয়। সুপার গ্লু কখনই ব্যবহার করা ঠিক নয়। এতে পাথর নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়। ফ্যাব্রিক গ্লু ব্যবহার করুন পাথর লাগানোর জন্য।
৫. নিজে যদি একদমই না পারেন, তাহলে গহনা ঠিক করে নিন দোকানে গিয়ে।