টাঙ্গাইলে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ-র্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

0

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভুঞাপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধ-র্ষণচেষ্টার দায়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আরিফুল হাসানকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।

গ্রেপ্তার শিক্ষক আরিফুল হাসান রায়ের বাসালিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, ভুঞাপুর মডেল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে যৌ-ন হয়রা-নি করতেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আরিফুল।

বৃহস্পতিবারও টেপিবাড়ি এলাকায় ওই ছাত্রীকে ভ্যান থেকে নামিয়ে ধ-র্ষণচেষ্টা করেন তিনি। পরে বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানায়। পরদিন একই স্থানে আবারও ধ-র্ষণচেষ্টা চালান ওই শিক্ষক।

খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর মা আরিফুল হাসানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই শিক্ষার্থী জানায়, বাড়ি যাওয়ার পথে বৃষ্টির মধ্যে প্রায়ই এসব করতেন উনি। এ ছাড়াও স্কুলে যাওয়া আসার পথে কুপ্র-স্তাব দিতেন। আমি তার বিচার দাবি করছি।

এ ব্যাপারে ওসি রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ওখানে গিয়ে হাতে নাতে আরিফুলকে গ্রেপ্তার করে। রবিবার তাকে টাঙ্গাইল আদালতে তোলা হবে।

শিশু ধ-র্ষণের ঘটনাগুলো বিবেককে নাড়া দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু ধ-র্ষণের ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধ-র্ষণের ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়। এগুলো ঠেকাতে পারলে, আমরা কিছুটা ফল পাবো।

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ছোট বেলায় দেখেছি, এ ধরনের ঘটনা ঘটলে গ্রামে বিচার হতো। এখন আর সেটা হয় না। সামাজিক বিচারব্যবস্থা উঠে গেছে। তবে আমরা অপরাধীকে ধরে এনে আইনের হাতে তুলে দিচ্ছি; এটাই আমাদের কাজ।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এ ক্ষেত্রে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্তমানে সংবাদমাধ্যম অনেক শক্তিশালী, সংবাদিকরা যদি তাদের লেখনিতে এগুলো তুলে আনেন, তবে আমরা সামাজিক অব-ক্ষয় থেকে মুক্তি পাবো।

শেয়ার করুন !
  • 317
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!