প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলরের ফোন

0

কূটনৈতিক ডেস্ক:

অস্ট্রিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তাঁদের মধ্যে কথা হয়। এ সময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয়।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমে ১.৫ মিলিয়ন ভ্যা/ক্সিন উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরো ভ্যা/ক্সিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।

চ্যান্সেলর আরও বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে তারা জোরদার অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী।

এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

ভ্যা/ক্সিনেশন প্রোগ্রামের জন্য বাংলাদেশকে ২৫ কোটি ইউরো দেবে ইআইবি

করোনা-ভ্যা/ক্সিন ক্রয় এবং প্রদান কর্মসূচি পরিচালনা আরও জোরদার করতে বাংলাদেশকে ২৫ কোটি ইউরো ঋণ সহায়তা দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। মহামারি প্রতিরোধে সুদূরপ্রসারী সহায়তা ও স্বাস্থ্যসেবা সমৃদ্ধ করা এ সহায়তার অন্যতম উদ্দেশ্য বলে জানায় ব্যাংকটি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইআইবি জানায়, এটি দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ৪২.৫ কোটি ইউরো সহায়তার প্রথম ধাপ। বাংলাদেশ ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এ সহায়তার আওতায় পড়বে বলে জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কেটেল টমসেন এবং বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বৃহস্পতিবার লুক্সেমবার্গে ইআইবি সদর দপ্তরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে অর্থ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ইআইবির দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান কেটেল টমসেন বলেন, এ অঞ্চলের নাগরিকদের মহামারি থেকে নিরাপত্তা দেওয়া এবং তাদের সহায়তা করতে পেরে ইআইবি খুবই গর্বিত।

কোভ্যাক্সের আওতায় ইআইবির ১.৩ বিলিয়ন ইউরো সহায়তা বৈশ্বিক ভ্যা/ক্সিনেশন কর্মসূচিকে তরান্বিত করার পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধের বিজয় নিশ্চিত করবে।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, বাংলাদেশ ও ইআইবির ২২ বছরের অংশীদারিত্বে ২৫ কোটি ইউরোর এ ঋণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ।

গত বছর বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ১৬০টি দেশে ইআইবি বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমে ৮.১ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!