বিশ্বের জনপ্রিয় নেতৃবৃন্দের জীবনের কিছু বিব্রতকর ঘটনা

0

ফিচার ডেস্ক:

বিল ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউসের এক শিক্ষানবিশ মনিকা লিউনস্কির যৌ’ন সম্পর্কের ঘটনা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারাবিশ্বেই আলোড়নের সৃষ্টি করেছিল। গত শতাব্দীর ১৯৯০-এর দশকে ওই ঘটনার জেরে সে সময় প্রেসিডেন্ট ক্লিনটনকে ইম্পিচ করা অর্থাৎ সংসদীয় বিচারের মাধ্যমে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার কথাও উঠেছিল। মনিকা ছাড়াও পলা জোন্স, জেনিফার ফ্লাওয়ার্স, ক্যাথলিন উইলি, এলিজাবেথ ওয়ার্ড গ্রাসেন ও জুয়ানিতা ব্রোডড্রিকের সঙ্গেও ক্লিনটনের যৌ’ন সম্পর্ক ছিল বলে জানা যায়।

ভ্লাদিমির পুতিন

গুজব রয়েছে যে, সাবেক জিমন্যাস্ট আর রাজনীতিবিদ অ্যালিনা কাবেইভার সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেম করছেন। কিন্তু এই গুজব সত্যি কিনা, তার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। গত এপ্রিলে মস্কোর একটি ভিআইপি ক্লিনিকে তার যমজ সন্তান হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত খবর কখনই রাশিয়ার গণমাধ্যমে প্রকাশ করে না ক্রেমলিন। কিন্তু কাবাইভার সন্তান প্রসবের খবরটি বেশ কয়েকটি রুশ গণমাধ্যমে চাউর হয়ে যায়। যদিও পরে এ সংক্রান্ত সব সংবাদ সরিয়ে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে পুতিনের বান্ধবীর মা হওয়ার খবর অনেক গণমাধ্যমেই প্রচার হয়ে গেছে।

জন এফ কেনেডি

হলিউডের সাড়া জাগানো তারকা মেরিলিন মনরো ও জন এফ কেনেডির প্রেমকাহিনী বিশ্বজুড়ে কমবেশি সবাই জানেন। এমনকি বলা হয়ে থাকে কেনেডির জন্যই মেরিলিন আত্মহ’ত্যা করেন। তবে মেরিলিন ছাড়াও অ্যাঞ্জি ডিকিনসন, মারলিন ডিয়েত্রিচ ও স্ত্রী জ্যাকির প্রেস সেক্রেটারি পামেলা টার্নারের সঙ্গেও ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট কেনেডির প্রেমের গুজব শোনা যায়।

সিলভিও বার্লুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী, মিডিয়া ব্যক্তিত্ব ও ফুটবল ক্লাব এসি মিলানের মালিক সিলভিও বার্লুসকোনি মেয়েঘটিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হন। প্রধানমন্ত্রী থাকাকালে তার মিলানের কাছে নিজস্ব বিলাসবহুল বাসভবন ভিলা আরকোরেতে বসাতেন রগরগে যৌ’নলীলা ‘বুঙ্গা বুঙ্গা’ পার্টি। সেখানে ভাড়া করেছিলেন পতিতাদের। তার মধ্যে প্রাপ্তবয়স্ক নয়, এমন বালিকাদের সঙ্গে তিনি অর্থের বিনিময়ে যৌ’ন সম্পর্ক স্থাপন করেছিলেন বলে অভিযোগ। ২০১১ সালে বিষয়টি জানাজানি হলে ইতালিজুড়ে প্রায় ১০ লাখ নারী বার্লুসকোনির বিরু’দ্ধে বিক্ষো’ভ করেন। ২০১০ সালে কারিমা এল মাহরুগ নামে ১৭ বছর বয়সী এক নাইট ক্লাবের নর্তকীর সঙ্গে টাকার বিনিময়ে যৌ’ন সম্পর্ক করার অভিযোগে ৭ বছরের সাজা দেন আদালত। ৩ বছর পর ছাড়া পান তিনি। ২০১৩ সালের জুনে অ’প্রাপ্তবয়স্ক যৌ’নকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপনে অভিযুক্ত হন তিনি। ক্ষমতার অপব্যবহার করে এসব করায় এটি ‘রুবিগেট’ কেলে’ঙ্কারি নামে পরিচিতি পায়।

নারায়ণ দত্ত তিওয়ারি

যৌ’ন কেলে’ঙ্কারির জন্য বারবার খবরের শিরোনামে এসেছেন ভারতের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি। যৌ’ন কেলে’ঙ্কারি নিয়ে তাকে অন্ধ্রপ্রদেশ গভর্নরের পদ ছাড়কে হয়। অন্ধ্র জ্যোতি নামে একটি টিভি চ্যানেল ভিডিও টেপ প্রকাশ করে। তাতে দেখা যায় যে, গভর্নর তিওয়ারির মতোই এক বৃদ্ধ লোক শুয়ে আছে, আর তার সঙ্গে যৌ’নক্রিয়ায় ব্যস্ত ৩ নারী। টিভি চ্যানেলটির দাবি, শুয়ে থাকা বৃদ্ধ লোকটি আর কেউ নন, স্বয়ং গভর্নর এনডি তিওয়ারি। এর পরই পুরো ভারতে তোলপাড় সৃষ্টি হয়। এর আগে রোহিত শেখর নামে এক আইনজীবী দাবি করেন, নারায়ণ দত্ত তিওয়ারিই তার জন্মদাতা বাবা। আইনি লড়াইয়ের পর ডিএনএ টেস্টের নির্দেশ দেন আদালত। সেই পরীক্ষায় রোহিতের দাবির পক্ষেই সমর্থন মেলে। পরে অবশ্য রোহিতকে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ছেলের মর্যাদা দেন নারায়ণ দত্ত তিওয়ারি।

মোশে কাৎসফ

ধ’র্ষণ, যৌ’ন হয়রা’নি ও বিচারকাজে বাধা দেওয়ার মতো অভিযোগে ২০১১ সালে ৭ বছরের কারাদণ্ড হয় ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাৎসফের। ১৯৯০ সালে দেশের পর্যটকমন্ত্রী থাকাকালে ২ সহকর্মীকে ধ’র্ষণের অভিযোগ আনা হয় তার বিরু’দ্ধে। পর্যটন দপ্তরের মন্ত্রী ও প্রেসিডেন্ট থাকাকালে একাধিক নারী সহকর্মী তার বিরু’দ্ধে যৌ’ন নিপী’ড়নের অভিযোগ উত্থাপন করেন। ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। ২০০৮ সালে তাকে এই অপরাধ নিয়ে কৈফিয়ত দিতে বললেও তিনি তা এড়িয়ে যান।

ডমিনিক স্ট্রস কান

২০১১ সালের মে মাসে হোটেল পরিচারিকাকে ধ’র্ষণের অভিযোগে গ্রেপ্তার হন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডমিনিক স্ট্রস কান। তিনি একসময় ফ্রান্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। যৌ’ন কেলে’ঙ্কারির অভিযোগের ফলে আইএমএফ থেকে বহিষ্কৃত হন তিনি এবং উবে যায় প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন। দেওয়ানি মামলার মাধ্যমে নিষ্পত্তি হয় বিষয়টির। সেই সময় তার বিরু’দ্ধে ত্রিস্তান ব্যানোন নামে ৩০ বছর বয়সী এক ফরাসি নারী লেখকও ধ’র্ষণ প্রচেষ্টার অভিযোগ করেন। শুধু ধ’র্ষণের অভিযোগ নয়, ডমিনিক স্ট্রস কানের বিরু’দ্ধে ফ্রান্স, বেলজিয়াম ও মার্কিন যুক্তরাষ্ট্রে সেক্স পার্টির জন্য যৌ’নকর্মী ক্রয় করার অভিযোগ ছিল; যা থেকে পরবর্তী সময়ে তাকে অব্যাহতি দেয় ফরাসি আদালত।

পামেলা বোর্দিস

১৯৮০-এর দশকে সংবাদ শিরোনাম হয় মিস ইন্ডিয়া ১৯৮২ পামেলা বোর্দিস (পামেলা চৌধুরী সিং) একজন ব্রিটিশ জুনিয়র মন্ত্রীসহ হাইপ্রোফাইল ব্যক্তিদের জন্য এসকর্ট ছিলেন। পরবর্তীকালে অন্যান্য ব্রিটিশ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সম্পাদকদের সঙ্গে তার যোগসূত্র প্রকাশ পায়।

ডোনাল্ড ট্রাম্প

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প’র্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের যৌ’ন সম্পর্ককে কেন্দ্র করে যৌ’ন কেলে’ঙ্কারির ঘটনা সামনে আসে। স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, ২০০৬ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যৌ’ন সম্পর্ক হয়েছিল এবং সেটা হয়েছিল দুজনের সম্মতিতেই। ট্রাম্প তখন দি অ্যাপ্রেন্টিস নামে জনপ্রিয় একটি রিয়েলিটি টিভি শো উপস্থাপনা করতেন।

জ্যাকব জুমা

২০০৯ সালে জ্যাকব জুমা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ থেকেই ধ’র্ষণের অভিযোগ রয়েছে তার বিরু’দ্ধে। ২০০৬ সালে ৩১ বছর বয়সী এক পরিবারিক বান্ধবীর সম্মতিতে যৌ’ন সম্পর্ক স্থাপন করেন। বিবাহবহির্ভূত এ সম্পর্কের জন্য পরে অবশ্য দুঃখ প্রকাশ করেন জুমা। ফলে তিনি মামলা থেকে রেহাই পান। ওই সময় তিনি দেশের জাতীয় এইচআইভি/এইডস কাউন্সিলের প্রধান ছিলেন। ব্যক্তিজীবনে জ্যাকব জুমা বহুবিবাহে আস’ক্ত পুরুষ, যিনি এ পর্যন্ত ৬ বার বিয়ে করেছেন। ২০১২ সালে ডেইলি টেলিগ্রাফের মতে, জ্যাকব জুমার ২০টি সন্তান রয়েছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!