ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা, সমন জারি

0

সময় এখন ডেস্ক:

যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের কেন্দ্রীয় নেতা কুখ্যাত রাজাকার কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন বলে কয়েকদিন আগে এক বক্তব্যে দাবি করেন বিএনপি-জামায়াতপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার এমন বক্তব্যের জেরে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলার সভাপতি সাইফ রুদাদ এই মামলা দায়ের করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটি গ্রহণ করেছেন বলেও জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিগত ২ ফেব্রুয়ারি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএফ) এক প্রতিবাদ সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, ‌কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন।

এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন অনেকেই। ডা. জাফরুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছিল ছাত্র ইউনিয়ন।

সাইফ রুদাদ বলেন, ছাত্র ইউনিয়ন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম। ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল ন্যায্য আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে সংগঠনটি। সেই সংগঠনকে ইতিহাসের ঘৃণিত এই ব্যক্তির নামের সঙ্গে জড়ানো ইতিহাস বিকৃতির শামিল।

ছাত্র ইউনিয়নের ইতিহাস বিকৃত করে জাফরুল্লাহরা বাংলাদেশের ইতিহাসকেই বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে বলে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন বলেও জানান রুদাদ।

ইতোমধ্যে আদালত মামলাটি আমলে নিয়েছে জানিয়ে সাইফ আশা প্রকাশ করেন, তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে দেশের আইনে তার বিচার হবে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় এই মামলা করা হয়েছে। এই মামলা আমলে নিয়ে জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস তার বিরুদ্ধে সমনও জারি করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতা রাজাকার কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী যুদ্ধাপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!