ব্যানার ধরার কর্মীও নেই রাজশাহী বিএনপিতে!

0

বিশেষ প্রতিবেদন:

রাজশাহী জেলা বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। সমালোচনা, লোভ, কোন্দল আর অনিয়মের কারণে দলবিমুখ হয়ে পড়েছেন ত্যাগী নেতা-কর্মীরা। পরিস্থিতি এমন যে- রাজশাহী বিএনপিতে এখন ব্যানার ধরার জন্যও কর্মী পাওয়া যাচ্ছে না।

২০১৬ সালের ২৭শে ডিসেম্বর জেলা বিএনপির সভাপতি পদ থেকে নাদিম মোস্তফাকে বাদ দিয়ে তোফাজ্জল হোসেন তপুকে সভাপতি ও মতিউর রহমান মন্টুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। ঐ সময় নাদিম মোস্তফা ও তোফাজ্জল হোসেন তপুর সমর্থক নেতা-কর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করেন।

এছাড়া মাসখানেক চলে বিএনপি কার্যালয়ে তালা, পাল্টা তালা মারার ঘটনা। ঐ পরিস্থিতির অবসান ঘটাতে গিয়ে লাঞ্ছিত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও।

এর আগে ২০০৯ সালেও গ্রুপিং সৃষ্টি হয়েছিল রাজশাহী জেলা বিএনপিতে। ঐ সময় মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তফার নেতৃত্বে দুটি গ্রুপে বিভক্ত হয় জেলা বিএনপি। এতে দেখা দেয় সাংগঠনিক দুর্বলতা।

নেতা-কর্মীরা জানান, জেলা বিএনপির অনেক নেতাই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। তারা তৃণমূল বিএনপির সঙ্গে যোগাযোগ না রাখায় দলে সমন্বয়হীনতা দেখা দিয়েছে।

জানা গেছে, জেলার ৯ উপজেলাসহ পৌরসভায় বর্তমানে বিএনপির কার্যত কোনো কমিটি নেই। নেতা-কর্মীরাও বছর দশেক আগেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এ কারণে জেলার কোথাও বিএনপির কোনো সাংগঠনিক কর্মসূচি নেই। এমনকি ব্যানার ধরার কর্মী খুঁজে পাওয়াও কঠিন।

রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি কে এম সাজেদুর রহমান বলেন, কীভাবে নেতৃত্বের লোভ-কোন্দল আর নেতাদের অদূরদর্শিতায় রাজশাহী বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে তা নিজের চোখে দেখেছি। দলের দুর্দিনেও কতিপয় নেতা টাকার বিনিময়ে অযোগ্যদের কাছে পদ বিক্রি করেছেন, যা ত্যাগী নেতা-কর্মীরা মানতে পারেননি।

অনেকেই ক্ষোভ অভিমানে দল ছেড়েছেন। যারা এককালে দলের সব সুবিধা লুটেছেন, তারাই দুর্দিনে দল ও নেতা-কর্মীদের ফেলে পালিয়েছেন। এসব কারণেই দলবিমুখ হয়ে পড়েছেন নেতা-কর্মীরা।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!