❝কর্ণফুলীর কোলে, সবুজের আঁচলে❞-এর সবুজ বিতরণ ও আড্ডা অনুষ্ঠিত

0

নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রামের বৃক্ষপ্রেমীদের অনলাইনভিত্তিক প্রথম সংগঠন ❝কর্ণফুলীর কোলে, সবুজের আঁচলে❞-এর সবুজ বিতরণ ও আড্ডা অনুষ্ঠিত হলো অত্যন্ত সাড়ম্বরে।

❝সবুজ পৃথিবী রাখবো সবুজ❞ এই প্রত্যয় নিয়ে ২০১৬ সালের এই দিনে যাত্রা শুরু করেছিল চট্টগ্রামের বৃক্ষপ্রেমীদের অনলাইনভিত্তিক প্রথম সংগঠন ❝কর্ণফুলীর কোলে, সবুজের আঁচলে❞।

দীর্ঘ এই যাত্রায় প্রায় প্রতিমাসে ছোট-বড় ইভেন্ট এর আয়োজন করে চট্টগ্রামে সবার মাঝে উন্মুক্তভাবে চারা-বীজ-কাটিং, পরামর্শ প্রদানসহ ইট-পাথরের জঞ্জালে বৃক্ষরোপণে আগ্রহ জাগানো, প্রকৃতিতে সবুজ গাছপালার গুরুত্ব তুলে ধরাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রকৃতিকে প্রাকৃতিক রাখতে নীরবে ভূমিকা রেখে আসছে এই গ্রুপ।

নগরে সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রামের প্রতিটি ছাদ, ব্যালকনিতে সবুজ প্রকৃতির ছোঁয়া দিতে শুরু থেকেই বদ্ধ পরিকর এই সংগঠনের সভ্যগণ।

ভবিষ্যত প্রজন্মকে একটি বাসযোগ্য সবুজ গ্রহ (Sustainable Green Planet) উপহার দেওয়ার জন্য প্রত্যেককে উদ্ভিদের বিস্তার ও বিস্তৃতিতে উদ্যোগী হওয়ার পাশাপাশি অন্যকেও উৎসাহী করা সময়ের দাবি। এই দাবি পূরণের লক্ষ্যে চট্টগ্রামের এই বৃক্ষপ্রেমী সংগঠন জন্মলগ্ন থেকেই নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার সুফলও পেতে শুরু করেছেন তারা।

এই সংগঠন চট্টগ্রামে প্রথম হলেও তাদের দেখানো পথে হেঁটে আরো কয়েকটি সংগঠন গড়ে উঠেছে চট্টগ্রামে। বর্তমানে চট্টগ্রামের প্রায় প্রতিটি ছাদ, ব্যালকনির দিকে তাকালে যে সবুজ গাছ-গাছালি দেখতে পাওয়া যায় তার পেছনে ❝কর্ণফুলীর কোলে, সবুজের আঁচলে❞ গ্রুপ এবং গ্রুপের স্বপ্নদ্রষ্টাগণের অবদান অনস্বীকার্য।

বিশ্বব্যাপী সৃষ্ট মহামারি করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল সংগঠনের কার্যক্রম। পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ১৭ই জুন বিকেলে আয়োজন করা হয় সবুজ বিতরণ ও আড্ডার।

বৃষ্টিস্নাত বিকেলে সবুজ বিতরণ করা হয় নিয়মিত ভেন্যু সিআরবি’র পরিবর্তে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) চট্টগ্রাম-এর বিভাগীয় কার্যালয়ে। প্রায় শ’খানেক সবুজপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল এইচইডি প্রাঙ্গন।

অনুষ্ঠানে বরাবরের মতোই সমৃদ্ধ বাগানীরা ব্যাগ ভরে নিজেদের বাগানের চারা, কাটিং, বীজ নিয়ে এসেছেন আগত অতিথিদের জন্য। গ্রুপের পক্ষ থেকে ছাদ বাগান, বারান্দা বাগান, জলবাগান নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিভিন্ন রকম গাছ উপহার তুলে দেয়া হয়।

আগত সকলের জন্য গ্রুপের পক্ষ থেকে নিম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, চাঁপাফুল ও বকুল ফুলের চারা বিতরণ করা হয়। গ্রুপের সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন রকম নাশতা দিয়ে আপ্যায়ন করা হয় আগাত সবুজপ্রেমীদের। যা নিয়ে আসেন খোদ সদস্যরাই, নিজ নিজ হাতে রান্না করা খাবারের সাথে।

সবুজপ্রেমীদের এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যাডমিন অ্যাডভোকেট রণজয় মিত্র, স্নিগ্ধ প্রজাপতি, সালাউদ্দিন আহমেদ, ফারজানা ইয়াসমিন ও সূচিতা কামাল।

আরও উপস্থিত ছিলেন সুভাষ দাশ, ইঞ্জিনিয়ার মানস চৌধুরী, কাজী আশরাফ, অধ্যাপক হোসাইন আসমা, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, তারেক ইফতেখার, অ্যাডভোকেট মিলি চৌধুরী, নাসরিন এভি, হাবিবা ঝর্ণা, ওয়াকার উদ্দিন, রাশেদ এয়াকুব, আবচার চৌং, কে ইউ শাহীন, সৈয়দ সরফুদ্দীন, কৃষিবিদ রফিকুল ইসলাম, এস এন সাগর, নিবেদিতা দাশগুপ্তা, শিখা ভট্টাচার্য্য, এ্যানি ইথান, ওয়াকার উদ্দিন এবং সংগঠনের নবীন-প্রবীণ সদস্যগণ।

সবাই সংগঠনের উত্তোরোত্তর সমৃদ্ধি এবং প্রকৃতির জন্য আরো জোর কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!