জানে আলম দোভাষের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

0

নিজস্ব সংবাদাদাতা:

বীর চট্টলার কৃতি সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম. জানে আলম দোভাষের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে আজ ২৮শে অক্টোবর, শুক্রবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ।

এসময় জানে আলম দোভাষকে নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত প্রবীণ রাজনীতিবিদ এবং অন্যান্যরা।

আওয়ামী লীগের দুঃসময়ে যখন কোথাও আশ্রয় পাওয়া যেত না, চট্টগ্রামের একমাত্র আশ্রয়স্থল ছিল জানে আলম দোভাষের বাড়ি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সার্বিক সহায়তা করেছেন। এজন্য পাকিস্থানি সেনারা তার বাড়ি ঘেরাও করেছিল। তবুও তিনি তার সাহায্য বন্ধ করেননি।


ছবি: এম. জানে আলম দোভাষ

ইতিহাস থেকে জানা যায়, বঙ্গবন্ধু জানে আলম দোভাষকে নির্বাচনে অংশগ্রহণ করতে বললে তিনি অপারগতা প্রকাশ করে বলেন আমার কাছে টাকা নেই। এসময় বঙ্গবন্ধু বলেন, আমরা দোভাষের বাড়িতে যেতাম, ওর কাছ থেকে খেতাম। এখন নির্বাচনে ওর সব ব্যয় আমি বহন করবো। নির্বাচনে বঙ্গবন্ধু জানে আলম দোভাষের সব ব্যয় বহন করেন।

জানে আলম দোভাষ ছিলেন একজন সাদা মনের অসাম্প্রদায়িক মানুষ, তার মাঝে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্খা ছিল না। রাজনীতিকে তিনি মানুষের কল্যাণের নিয়ামক ভাবতেন। চট্টগ্রামের মানুষ তার প্রসঙ্গে আজও এই কথাগুলো বলেন। শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে গণমানুষের কাছে তিনি এক পরম দৃষ্টান্ত।

ইতিহাসের পাঠ থেকে জানা যায়, জানে আলম দোভাষের পিতা আব্দুল হক দোভাষ বৃটিশবিরোধী আন্দোলনের সমর্থক ছিলেন। বিপ্লবীদের সহায়তা করেছেন নিয়মিত। বাংলাদেশের ইতিহাসে দোভাষ বাড়ি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বঙ্গবন্ধু চট্টগ্রামে এলে অনেক নেতার বাড়িতেই থাকতেন, তবে সবচেয়ে বেশি সময় অবস্থান করতেন এই দোভাষ বাড়িতে।

আজ জানে আলম দোভাষের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পস্তবক ও ফিরিঙ্গী বাজার জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল হাইসহ অনেকেই।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম বাবুন, ফারুক আহম্মদ, রেযায়ূল্লাহ্ খোকন, ইমরান কাদের, জামাল আহমেদ সেকান্দর, মো. আকতার উদ্দিন আহমেদ, মো. জহিরুল ইসলাম, মো. ফারুকুজ্জামান, মো. বাবুল হক, আ ন ম সাইফুল হক, নুরুল হক, আব্দুল মাবুদ, মোঃ ইলিয়াস, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. তারেক সর্দার, মাসুদ করিম, মোহাম্মদ হারুন, জোবায়ের কাকীসহ প্রমুখ।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!