ওসিকে হুম’কি- ‘ভালো হয়ে যান, নইলে শ্যুট করে মে’রে ফেলবো’

0

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুরকে গু’লি করে হ’ত্যার হুম’কি দেয়া হয়েছে। ইউপিডিএফের কর্মী পরিচয়দাতা এক ব্যক্তি এই হুম’কি দিয়েছেন বলে অভিযোগ ওসির।

ওসি জানান, হ’ত্যার হু’মকি দিয়ে ওই সন্ত্রাসী বলেন, ‘ভালো হয়ে যান, নইলে আপনাকে শ্যুট করে মে’রে ফেলবো।’

শনিবার রাত ৮টা ২১ মিনিটে ০১৩০২৫৮৩০০০৩ নম্বর থেকে ওসির মুঠোফোনে কল করে এ হুম’কি দেয়া হয়।

কী কারণে এই হুম’কি ওসি জানতে চাইলে হুম’কিদাতা তাকে জানান, ইউপিডিএফ কর্মীদের বিরু’দ্ধে অভিযান চালানো এবং মামলা দায়েরের কারণে ওসিকে গু’লি করে মা’রা হবে।

বাঘাইছড়ি থানার ওসি মনজুরের ভাষ্য, হ’ত্যার হুম’কিতে ভীত নই আমি। হুম’কিদাতাকে বলেছি আমি সরকারি কর্মচারী, আমি না থাকলেও পাহাড়ে সন্ত্রা’সের বিরু’দ্ধে অভিযান থেমে থাকবে না।

তিনি বলেন, হুম’কির বিষয়টি আমি আমার ঊধ্বর্তন কর্মকর্তাদের অবহিত করেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী থানায় জিডি করেছি। হুম’কির পর থেকে ওই ব্যক্তির মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

লাগাতার পরিবহন ধর্মঘটে অচল বান্দরবান

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন মালিক ঐক্য পরিষদের ৯ দফা দাবিতে বান্দরবানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে ভোগা’ন্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার সকাল থেকে বান্দরবান শহরসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে কোনো ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস স্টেশন ছেড়ে যায়নি। হঠাৎ ধর্মঘটে বান্দরবানের বিভিন্ন স্থানে আটকা পড়েছে ভ্রমণপিপাসু পর্যটকরা। বাসস্ট্যান্ডগুলোতে ভিড় জমিয়েছে সাধারণ যাত্রীরা। তবে বাস চলাচল বন্ধ থাকলেও অটোরিক্সা, মাহিন্দ্র এবং জিপগাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস কাউন্টার ম্যানেজার মোহাম্মদ বেলাল বলেন, ধর্মঘটের কারণে বান্দরবান শহর ছেড়ে যায়নি পূরবী-পূবার্ণীসহ কোনো ধরনের যাত্রীবাহী বাস। কিন্তু হঠাৎ ধর্মঘটের বিষয়টি আমাদের জানা ছিল না।

জানা গেছে, গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ ৯ দফা দাবিতে অনিদিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেন।

দাবিগুলো হলো হচ্ছে- পণ্য ও পণ্য পরিবহনের কাগজপত্র হালনাগাদ করার জন্য জরিমানা মওকুফ করা ও এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাগজপত্র যাছাই বাছাইয়ের নামে হয়রা’নি বন্ধ করা।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!