সর্বাধিক ডেঙ্গু রোগী ঢাকার মগবাজারের!

0

সময় এখন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ৭৬১ জন নতুন ডেঙ্গু রোগী দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় ভর্তি হন। এর মধ্যে রাজধানীতে ৩১৪ এবং বাইরে ৪৪৭ জন রয়েছেন। গতকাল রবিবার সকাল পর্যন্ত ৭৬ হাজার ৫১৪ জন ডেঙ্গুতে আক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯৫ ভাগের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল আরও ২ জন মা’রা যান।

আইইডিসিআরের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশেন আওতাভুক্ত ১০৯টি এলাকা থেকে গত ২ মাসে প্রাপ্ত ডেঙ্গু প্রবণতার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সার্বিকভাবে ঢাকা শহরের ডেঙ্গু প্রকোপ কমে এলেও কিছু এলাকার চিত্র ভিন্ন। ঢাকা শহরে সব সময় বেশি রোগী পাওয়া গেছে মগবাজারে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, একদিন রোগী কমছে আরেক দিন বাড়ছে। তবে আগস্টের তুলনায় রোগীর সংখ্যা অনেক কম। দিনে দিনে এ সংখ্যা আরও কমবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ঢাকার ১২টি সরকারি ও ২৯টি বেসরকারি হাসপাতালসহ মোট ৪১ প্রতিষ্ঠান থেকে ডেঙ্গুতে আক্রা’ন্তের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া রাজধানীর বাইরের ৬৪টি জেলা সিভিল সার্জনের অফিস থেকে তথ্য পাঠানো হয়। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৭৬১ জন আক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রাজধানীতে ৩১৪ এবং বাইরে ৮টি বিভাগের ৬৪ জেলার ৪৪৭ জন রয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৭৬ হাজার ৫১৪ জন ডেঙ্গুতে আক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চলতি বছর ডেঙ্গুতে সন্দেহভাজন ১৯২ জনের মৃ’ত্যুর রেকর্ড সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিতে জমা হয়েছে। কমিটি ১০১ জনের মৃ’ত্যুর কারণ পর্যালোচনা করে ৬০ জনের মৃ’ত্যু ডেঙ্গুতে নিশ্চিত করেছে। বাকি মৃ’ত্যুর ঘটনা পর্যালোচনাধীন রয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছর আক্রা’ন্ত ৭৩ হাজার ৯১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবশিষ্ট ৩ হাজার ২২৬ জন চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রা’ন্তদের ৯৫.৫ শতাংশ সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গুতে আক্রা’ন্ত হয়ে ঢাকা মেডিক্যাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মা’রা যান নাসিমা বেগম (৪৮)। গতকাল সকাল নয়টায় নাসিমার মৃ’ত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নাসিমা বেগম কিডনিতে আক্রা’ন্ত ছিলেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মা’রা যান আশিকুজ্জামান (৩৭)। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আশিক মা’রা যান। এর মধ্য দিয়ে খুলনায় এখন পর্যন্ত ১০ জনের মৃ’ত্যু হলো। ভোর সাড়ে ৫টায় আশিকুজ্জামানকে ভর্তি করা হয়।

শেয়ার করুন !
  • 48
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!