২০ সেপ্টেম্বর থেকে ফুটপাত দখলমুক্তির অভিযান শুরু

0

সময় এখন ডেস্ক:

ফুটপাত দখলমুক্ত করার অভিযান আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী কাঁচাবাজারে সিটি কর্পোরেশন কার্যালয়ে তিনি এ কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ফুটপাত দখলমুক্ত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এলজিইডি মন্ত্রীর (স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম) সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দুঃখজনক হলো, মানুষের চলাচলের জন্য বানানো ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে।

তিনি বলেন, স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন থেকে যে ফুটপাতগুলো তৈরি করা হয়েছে, এর অধিকাংশই দখল হয়ে যাচ্ছে। আমরা চাই, ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে আর যানবাহন চলবে রাস্তা দিয়ে।

তাই, সবাইকে নিয়ে একসঙ্গে আগামী ২০ তারিখ থেকে ফুটপাত দখলমুক্তি অভিযান শুরু করা হবে। আশা করি, দেশের জনগণ, গণমাধ্যমসহ সবাই এ কাজে আমাদের সহযোগিতা করবেন।

এবার ডেঙ্গুর ভয়ে টয়লেটে মশারি!

ডেঙ্গুতে থেকে বাঁচতে বাড়ির টয়লেটে মশারি টাঙিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোড়াপোতা গ্রামের বাসিন্দা সুমন হোসেন। এডিস মশা থেকে রক্ষা পেতে তিনি এ কাজ করেছেন।

একই গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, চারপাশে বাগান থাকার কারণে মশার উপদ্রব এখানে বেশি। সে জন্য ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ থেকে তার পরিবারকে রক্ষা করতে সুমন টয়লেটে মশারি ঝুলিয়ে দিয়েছেন।

স্থানীয় নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ইউপি সদস্য ও গ্রাম পুলিশরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। স্থানীয় বিদ্যালয়গুলোতে সচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৈয়েবুর রহমান জানান, এখন পর্যন্ত কালীগঞ্জে ১১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪ জন। তবে ডেঙ্গুতে উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে আলমগীর গাজী (১৪) মা’রা গেছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে আতঙ্কের কিছু নেই। সকলকে সচেতন হতে হবে। সকলকে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মশারি ঝুলিয়ে রাতে ঘুমানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, রোববার পর্যন্ত সাতক্ষীরায় ৩৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলারোয়া, সাতক্ষীরা সদর, তালা ও কালীগঞ্জ উপজেলায় ৪ জন মা’রা গেছেন।

শেয়ার করুন !
  • 162
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!