আপনি কি জানেন, আপনার শারীরিক সম্পর্কের তথ্য আছে ফেসবুকের কাছে?

0

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ডেস্ক:

ফেসবুকের জন্য আমাদের জীবনের অনেক কাজ সহজ হয়ে গেছে। কিন্তু এর জন্য নষ্ট হয়েছে আমাদের জীবনের প্রাইভেসি। আপনি যদি জানতে পারেন, ফেসবুক আপনার কী কী গোপন তথ্য জানে, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন।

আপনার খুব কাছের বন্ধুও হয়তো যে সিক্রেট জানে না সেটাও জানে ফেসবুক। ফেসবুক এটাও জানে যে, শেষ কবে আ‌পনি শারীরিক সম্পর্ক করেছেন।

পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, মেনস্ট্রুয়েশন ট্র্যাকিং-এর জনপ্রিয় অ্যাপ Maya আর MIA এই গোপন খবর ফাঁ’স করার কাজ করছে। এই তথ্য জানিয়েছে ব্রিটেনের গোপনীয়তা বিষয়ক তদন্ত সংস্থা প্রাইভেসি ইন্টারন্যাশনাল।

যারা এই দু’টি অ্যাপ ব্যবহার করেন তাঁদের কোন গোপন কথাই আর গোপন থাকবে না। Maya আর MIA অ্যাপ দু’টি মেনস্ট্রুয়েশন ট্র্যাকিং-এর কাজ করে। অনেকে এই অ্যাপের সাহায্যে গর্ভ ধারণ করার সঠিক সময় জানার জন্যও ব্যবহার করে।

তাই এই অ্যাপে আপনাকে যাবতীয় গোপন কথাই জানাতে হয়। সেই সব তথ্যই এই অ্যাপগুলো ফেসবুক ও অন্যান্যদের কাছে ফাঁ’স করে দেয়।

এই অ্যাপের ডেভেলপাররা ফেসবুকের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিকের সাহায্যে অ্যাপগুলোর কিছু বিশেষ ফিচার আপডেট করে দেয়, যার ফলে তারা সব ডেটা পেয়ে যায়।

এই অ্যাপে সেই ব্যবহারকারীরা নিজের গোপন তথ্য, যেমন- কবে কবে তিনি শারীরিক সম্পর্ক করছেন, কবে ঋতুচক্র শুরু হয়েছে, কোন ধরনের কনট্রাসেপটিভ ব্যবহার করেছেন অ্যাপে দিতে হবে।

প্রাইভেস পলিসি সাইন করানোর আগেই এই সব তথ্য দিতে হয়। এভাবেই তৈরি করা হয়েছে অ্যাপ দু’টি। আর তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সব তথ্য ফেসবুককে পাঠিয়ে দেয়।

গবেষণায় প্রকাশ- নিয়মিত যৌন সম্পর্ক দক্ষতা বাড়ায়

অনেকরই জানা, নিয়মিত সেক্স করলে ক্যানসারের মতো মারণরোগের থেকে দূরে থাকা ‌যায়। হার্ট অ্যাটাকের সম্ভাবনাও এড়ানো ‌যায়। তবে এবার ব্রিটেনের কনভেন্ট্রি ইউনিভার্সিটির গবেষণা বলছে, যারা নিয়মিত সহবাস করেন, তারা অন্যান্যদের তুলনায় স্মার্ট হন।

এই সমীক্ষায় বিশেষজ্ঞরা ৭৩ জন পূর্ণবয়স্ক মানুষকে নানা প্রশ্ন করেছেন। এর মাধ্যমে জানতে চেয়েছেন, তারা কতটা মনো‌যোগী, স্মৃতিশক্তি, ভাষার ব্যবহার, কথা বলার স্টাইল, দেখার কায়দা ইত্যাদি।

গবেষকরা দেখতে পেয়েছেন, ‌যারা প্রতি সপ্তাহে অন্তত একবার সেক্স করেন, তাদের কথাবার্তায় জড়তা নেই, স্মৃতিশক্তিও বেশি। আর ‌যারা নিয়মিত সেক্স করেন না, তাদের স্মৃতিশক্তি অতটা ভালো নয়।

কেন এমনটা হচ্ছে, এই প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত সহবাসে মস্তিস্ক বেশি সক্রিয় হয়ে ওঠে। ডোপামাইন উৎপাদন করে। মাথার সঙ্গে শরীরের নানা অংশের স্নায়ুর ‌যোগ আছে।

ফলে শরীরে অন্যান্য অংশের স্নায়ু সেক্সের সময় কাজ করে। এতে মাথার ‌যে অংশে স্মৃতি জমা থাকে, সেই অংশ ভালোভাবে কাজ করতে শুরু করে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!