সময় এখন ডেস্ক:
দুর্নীতির মামলায় দেড় বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে পোস্টার লাগাচ্ছে দলের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় নিশুতি রাতে নিজ হাতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগাতে দেখা যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।
পোস্টারে দেখা যায়- খোলা জানালা দিয়ে সূর্যের আলো পড়ছে খালেদা জিয়ার মুখে, আর পাশে লেখা খালেদা জিয়ার মুক্তি চাই।
রাজধানীর উত্তরা, মিরপুর, মতিঝিল, বনানীসহ বেশকিছু এলাকায় পোস্টার লাগান রিজভী। সর্বশেষ রোববার মধ্যরাতে নাজিমুদ্দীন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের দেয়ালসহ ওই এলাকার অলিতে গলিতে ঘুরে ঘুরে নিজ হাতে পোস্টার লাগান।
রিজভী বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় দীর্ঘ ১৯ মাস ধরে কারাগারে আটক করে রাখা হয়েছে। আজকে এই সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের ছাত্র সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরু’দ্ধে ৮৬ কোটি টাকা দুর্নীতির কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এছাড়া, শেয়ার বাজার, রিজার্ভ, ব্যাংক, বালিশ, পর্দার কথা তো সকলের জানাই। এসবের বিরু’দ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কেবল রাজনৈতিক কারণে, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ তাকে যে অভিযোগে সাজা দেয়া হয়েছে সেই টাকা বেড়ে এখন ৩ গুণের বেশি হয়েছে।
তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
২০ সেপ্টেম্বর থেকে ফুটপাত দখলমুক্তির অভিযান শুরু
ফুটপাত দখলমুক্ত করার অভিযান আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
মেয়র বলেন, ফুটপাত দখলমুক্ত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এলজিইডি মন্ত্রীর (স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম) সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দুঃখজনক হলো, মানুষের চলাচলের জন্য বানানো ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন থেকে যে ফুটপাতগুলো তৈরি করা হয়েছে, এর অধিকাংশই দখল হয়ে যাচ্ছে। আমরা চাই, ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে আর যানবাহন চলবে রাস্তা দিয়ে।
তাই, সবাইকে নিয়ে একসঙ্গে আগামী ২০ তারিখ থেকে ফুটপাত দখলমুক্তি অভিযান শুরু করা হবে। আশা করি, দেশের জনগণ, গণমাধ্যমসহ সবাই এ কাজে আমাদের সহযোগিতা করবেন।
188