সাভারে নকল মোবাইল বিক্রেতা ২ চীনা নারী আটক

0

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় নকল মোবাইল ফোন বিক্রির মাধ্যমে প্রতারণা করার অভিযোগে ইয়াং লিজউয়ান (২৮) ও ইক্সাও লিমি (৩০) নামের ২ চীনা নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহসড়কে ফুটপাতে মোবাইল বিক্রিরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটক ইয়াং লিজউয়ান ও ইক্সাও লিমি চীনা নাগরিক। তারা দীর্ঘদিন যাবৎ আশুলিয়া ও সাভারে বিভিন্ন স্থানে মোবাইল বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসচ্ছিলো বলে জানা গেছে।

পুলিশ জানায়, এই দুই চীনা নারী নকিয়া-স্যামসাংসহ বিদেশি উন্নতমানের মোবাইলের অবিকল নকল মোবাইল তুলনামুলক কম টাকায় বিক্রি করে প্রতারণা করে আসছিল। পূর্বে প্রতারিত হওয়া লোকজন তাদের দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। দামী মোবাইলের অবিকল নকল মোবাইল তারা আসল বলে বিক্রি করতো। তাদের কাছ থেকে নিম্নমানের প্রায় ৪০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তাদের বিরু’দ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অন্তঃস্বত্ত্বা নারীকে ধ’র্ষণ করায় বাড়িওয়ালা গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় অন্তঃস্বত্ত্বা নারীকে (১৯) ধ’র্ষণের অভিযোগে আতাউর রহমান আতা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

আতাউর রহমান আতা নয়নপুর গ্রামের মরহুম রুস্তম আলীর ছেলে। শনিবার (১৪ সেপ্টেম্বর) নয়নপুর গ্রামে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, অন্তঃস্বত্ত্বা ওই নারী শনিবার থানায় ধ’র্ষণের অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে ওই নারী উল্লেখ্য করেন গত ২৫ আগস্ট সন্ধায় নিজের ঘরে বাড়িওয়ালা তাকে ধ’র্ষণ করে। ওই নারীকে ডাক্তারী পরীক্ষা করার জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন !
  • 307
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!