আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেম প্যালেসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ১৮ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে তৈরি টয়লেটটি চুরি হয়ে গেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাতের কোনও এক সময় একটি চক্র সোনার টয়লেটটি নিয়ে সটকে পড়েছে। এ ঘটনায় ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও টয়লেটটির কোনও হদিস মেলেনি।
ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাতেল্যানের নির্মাণ করা এই টয়লেটটি গত বৃহস্পতিবার প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। যে কেউ টয়লেটটি ব্যবহার করার সুযোগ ছিলো, তবে শর্ত একটাই- কেউ ৩ মিনিটের বেশি এটি ব্যবহার করতে পারবে না। টয়লেটের সামনে দীর্ঘ সারি হতে পারে ভেবে আগে থেকেই সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিলো।
১৮ শতাব্দীর এই প্যালেসটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান। তদন্তের স্বার্থে প্যালেসটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জেস মিলনে বলেন, প্যালেসে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা স্বর্ণের টয়লেটটি চুরি হয়ে গেছে। চুরির সময় অপরাধীরা অন্তত দুটি যানবাহন ব্যবহার করে।
মার্কিন অ্যাটাকে উসামা বিন লাদেনের পুত্র হামজা নিহত: ট্রাম্প
আল কায়েদা নেতা উসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে মা’রা গেছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হামজা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন তিনি। আফগানিস্তান-পাকিস্থান অঞ্চলে সামরিক অভিযানে হামজার মৃত্যুর কথা জানালেও ঠিক কবে নাগাদ তার মৃত্যু হয়ে তা জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউস থেকে দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আল কায়েদার শীর্ষ পর্যায়ের সদস্য এবং উসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন আফগানিস্তান ও পাকিস্থানের সীমান্ত এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানোর স’ন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হয়েছেন। তবে আমেরিকা কখন ওই অভিযান চালিয়েছে তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি।
হামজার বয়স ধারণা করা হয় প্রায় ৩০ বছর। তিনি আমেরিকা এবং অন্য দেশের ওপর আক্রমণ চালানোর ডাক দিয়েছিলেন। ২ বছর আগে আমেরিকা তাকে বিশ্ব স’ন্ত্রাসী হিসাবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে। ব্যাপকভাবে মনে করা হতো, হামজা বিন লাদেন তার পিতা উসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরি।
ফেব্রুয়ারি মাসে আমেরিকার সরকার হামজাকে ধরিয়ে দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। হামজা বিন লাদেনকে মনে করা হতো আল কায়েদার উঠতি নেতা।
আগস্ট মাসে খবর দেয়া হয় যে, গত ২ বছরে কোনো সময়ে এক সামরিক অভিযানে হামজা বিন লাদেন নিহত হয়েছেন এবং ওই অভিযানে আমেরিকা জড়িত ছিল। তবে অভিযানের সুনির্দিষ্ট তারিখ বা সময় স্পষ্ট করে বলা হয়নি।
35