৫৭টি মুসলিম রাষ্ট্রের কেউই জাকিরকে নিতে রাজি নয়: মাহাথির

1

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের মুসলিম প্রধান ৫৭টি দেশের মধ্যে তেমন কোন দেশই জাকির নায়েককে গ্রহণ করতে চায় না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার মালয়েশীয় রেডিও স্টেশন বিএফএম-এর ব্রেফফার্স্ট গ্রিল শো-তে এই কথা বলেন মাহাথির।

এছাড়া জাকির নায়েককে ভারতের জন্য ‘ক্ষ’তিকারক’ বলে উল্লেখ করেন তিনি।

জাকির নায়েক ক্ষ’তিকারক হলে মালয়েশিয়ায় থাকতে দেয়া হচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন, জাকির নায়েককে স্থানান্তর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কোনো মুসলিম দেশই তাকে নিতে চায় না।

সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ আরও বলেন, জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিক নয়। পূর্ববর্তী সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে। স্থায়ী আবাসিকতা পাওয়া কোনও ব্যক্তি এই দেশের ব্যবস্থা ও রাজনীতি নিয়ে মন্তব্য করতে পারেন না। তিনি (জাকির) বিধি লঙ্ঘন করেছেন। তাকে এখন আর প্রকাশ্যে কথা বলতে দেওয়া হবে না।

এছাড়া তিনি বলেন, মোদি জাকির নায়েককে তার দেশে ফিরিয়ে নেয়ার অনুরোধ জানাননি।

গত ৩ আগস্ট মালয়েশিয়ার সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে জাকির নায়েকের কড়া সমালোচনা শুরু হয়। এর জেরে জাকিরের ওপর দেশটি নানা নিষেধাজ্ঞা জারি করে। তথ্যসূত্র: গালফ নিউজ, হিন্দুস্তান টাইমস।

প্রসঙ্গত, ইতিপূর্বে গত জুলাইতে মাহাথির মোহাম্মদ তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জাকির নায়েক তাদের কাছে ‘অনাহূত’ হলেও তাকে অন্য কোথাও পাঠানো সম্ভব হচ্ছে না।

সে সময় ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক বলেছিলেন, দেশে ফিরলে তিনি সুবিচার থেকে বঞ্চিত হতে পারেন। আর এ প্রসঙ্গে মাহাথির উক্ত সাক্ষাৎকারে বলেন, জাকিরের কট্টরপন্থী মতবাদ মালয়েশিয়ার ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হলেও অন্য কোনও দেশ তাকে রাখতে চায় না বলেই মালয়েশিয়া তাকে বের করে দিতে পারছে না।

জাকিরের বিরুদ্ধে তরুণদের স’ন্ত্রাসবাদে উসকানি, ঘৃ’ণাবাদী বক্তব্য ও সা’ম্প্রদায়িক উ’স্কানির অভিযোগ এনেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ২০১৬ সালে ঢাকায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে তদন্তে উঠে আসে।

গ্রেপ্তার এড়াতে বর্তমানে তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। বিগত নাজিব রাজাকের নেতৃত্বাধীন মালয়েশিয়ার সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়। ভারতের একাধিক তদন্ত সংস্থা তাকে দেশে ফেরানোর চেষ্টা করলেও এখন পর্যন্ত তা সফল হয়নি।

শেয়ার করুন !
  • 24.4K
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

১ Comment

  1. বাংলাদেশে প্রায় ৮০% মুমিন পাব্লিকই তো তার ছেলেপুলে। বাংলাদেশের উচিত, জোকার… থুড়ি জাকির নাইক্কে মালায়েশিয়া থেকে সাদরে নিয়ে আসা। এটা তাদের ঈমানী দ্বায়িত্ব নয় কি??

Leave A Reply

error: Content is protected !!