ধ’র্ষকের সাথে ভিক্টিমের বিয়ে দেয়া সেই ওসিকে বরখাস্ত

0

আইন আদালত ডেস্ক:

গণধ’র্ষণের কবলে পড়া এক ভিক্টিম নারীর সঙ্গে ধ’র্ষকদের একজনকে থানায় বসে বিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ধ’র্ষকদের আইনের হাত থেকে রক্ষা করতে থানার ভেতরেই তিনি ওই বিয়ের ব্যবস্থা করেছিলেন বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত আদেশ এর মাধ্যমে পুলিশ কর্মকর্তা ওবাইদুল হককে বরখাস্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে আজ এই খবর জানিয়েছেন।

অভিযোগ ওঠার পর গত ১২ সেপ্টেম্বর ওবাইদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছিল। ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সেদিন একজন উপ-পরিদর্শকে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়।

এক সংবাদ সম্মেলনে পাবনার এসপি সেদিন জানান, থানায় বিয়ের আয়োজনে অভিযুক্ত ওসি ওবাইদুল হককে প্রত্যাহার আর জোর করে স্থানীয় কাজীকে থানায় ডেকে আনায় এসআই একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মাসে ৩৩ বছর বয়সী ৩ সন্তানের জননী এক নারীকে ধ’র্ষণের ঘটনায় অভিযুক্ত ধ’র্ষকদের একজনের সঙ্গে বিয়েতে বাধ্য করেন ওসি ওবাইদুল হক। এই বিয়ের আইনগত ভিত্তি তৈরির জন্য ভিক্টিমকে পুরনো তারিখের একটি তালাকনামাতেও স্বাক্ষর করতে বাধ্য করা হয় তখন।

পরে ভিক্টিমের ভাই সাংবাদিকদের জানান যে ধ’র্ষকদের আড়াল করতে ওসি ওবাইদুল হক এই বিয়ের নাটক মঞ্চস্থ করেছেন। এ খবর গণমাধ্যমে আসার পর ঘটনা তদন্তে জেলা পুলিশ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

একই দিনে ভিক্টিম বাদী হয়ে রাসেল, শরিফুল ইসলাম ঘন্টু, হোসেন আলী, ওসমান ও সঞ্জুকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২৯ ও ৩১ আগস্ট ঘরে আবদ্ধ করে আসামীরা তাকে গণধ’র্ষণ করেছে।

গঠিত তদন্ত কমিটি ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদে পেশ করা প্রতিবেদনে অভিযোগের সত্যতার কথা জানিয়েছে।

এদিকে এই বিষয়টি নিয়ে গত বুধবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন।

তখন আদালত বললেন, যেহেতু এটা প্রশাসনিক বিষয় এবং যেহেতু কর্তৃপক্ষ অ্যাকশন নিচ্ছে, দেখেন প্রশাসন কী ব্যবস্থা নেয়। যদি প্রশাসনের ব্যবস্থা সন্তোষজনক না হয় তখন আপনারা আগামী সপ্তাহে আসেন আমরা দেখবো।

শেয়ার করুন !
  • 104
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!