যুবলীগ নেতার ক্যাসিনো থেকে নারীসহ ১৪২ জন আটক, ৩১ জনের জেল

0

সময় এখন ডেস্ক:

র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক যুবলীগ নেতা খালিদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীন ইয়ংমেন্স ‘ক্যাসিনো’ থেকে নারীসহ ১৪২ জনকে আটক করেছে বাহিনীটি। এ সময় ক্যাসিনোতে জুয়া খেলার অর্ধশতাধিক বোর্ড থেকে জব্দ করা হয় ২৪ লাখ ২৯ হাজার টাকা। একইসাথে প্রায় ৫০ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, ইয়ংমেন্স ক্যাসিনো থেকে থেকে মদ, বিয়ার, ইয়াবা ও জুয়াখেলার ২৪ লাখ টাকাসহ ১০টি বাকারাত জুয়া খেলার টেবিল এবং ৬টি ইলেকট্রনিক মেশিন এবং ডিজিটাল মেশিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের ব্রিফিং থেকে জানা যায়, আজ বুধবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভুঁইয়ার মালিকানাধীন ইয়ংমেন্স ক্লাবের ‘ক্যাসিনো’তে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে ২ নারী ও ১ জন চাইনিজ নাগরিকসহ ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়। আটক ১৪২ জনের মধ্যে ১৬ জন স্টাফসহ ৩১ জনকে ১ বছরের কারাদণ্ড ও ১১ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব কর্মকর্তা বলেন, আমরা ক্লাবটিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছি।

মতিঝিল থানার পাশেই অবস্থিত যুবলীগ নেতা খালিদ মাহমুদ কর্তৃক পরিচালিত ইয়ংমেন্স ক্লাবটি ফুটবলসহ বিভিন্ন খেলার জন্য ক্রীড়ামোদিদের কাছে পরিচিত হলেও এই ক্লাবে ক্যাসিনোর আদলে বসতো জুয়ার আসর। এ বিষয়ে কয়েক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি আমলে নিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।

এদিকে ক্যাসিনোতে অভিযানের সময় গুলশানে খালিদ মাহমুদের বাসায়ও অভিযান চালায় র‌্যাব-১। সেখান থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয় বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. মো. সারওয়ার-বিন-কাশেম।

উল্লেখ্য, শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ‘মনস্টার’ সম্বোধন করে তাদের পদ থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সভায় যুবলীগের কিছু নেতার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এরপর থেকেই যুবলীগের এসব নেতার ব্যাপারে খোঁজ খবর শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন !
  • 564
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!