মসজিদের শহরকে ক্যাসিনোর শহর বানিয়েছে সরকার: মঈন খান

0

সময় এখন ডেস্ক:

আওয়ামী লীগ সরকার এসে মসজিদের শহর ঢাকাকে ক্যাসিনোর শহরে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে।

সরকারের সমালোচনা করে মঈন বলেন, সরকার বলেছিল তারা দেশকে সিঙ্গাপুর বানিয়ে দেবে। কিন্তু বর্তমান সরকার দেশকে সিঙ্গাপুরের চেয়ে কয়েক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস বানিয়ে দিয়েছে। ফলে লাস ভেগাসের মতো এখন মসজিদের শহর ঢাকা ক্যাসিনোর শহরে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়নের জোয়ারে আমরা কোথায় ভেসে যাচ্ছি। সরকারের মধ্যম আয়ের নমুনার ঠেলায় যদি এ দেশ লাস ভেগাসে পরিণত হয়, এই অবস্থা হয়, তাহলে উন্নত হলে এ দেশ কিসে পরিণত হবে? কোথায় ভেসে যাবে?

এদেশের ১৬ কোটি মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে মঈন খান বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা বিচারব্যবস্থা, শেয়ারবাজার, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবকিছুই দখল করেছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পাকিস্থানি সেনাবাহিনী জোর করে দেশের গণতন্ত্র দাবিয়ে রাখতে পারেনি। মনে রাখবেন, জোর করে দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় না।

গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে বন্দি করার একমাত্র কারণ তিনি গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাকে মুক্ত করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান ও ড্যাব মহাসচিব আব্দুস সালাম বক্তব্য রাখেন।

এদিকে আব্দুল মঈন খানের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে বিতর্ক। এরই মধ্যে উঠে এসেছে বিএনপি নেতাদের ক্যাসিনো ব্যবসা সংক্রান্ত বিভিন্ন খবর। বিএনপি নেতা মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা এবং মোসাদ্দেক হোসেন ফালুর ক্যাসিনো ব্যবসার খবরও প্রকাশ পেয়েছে।

পাশাপাশি বিএনপির পলাতক নেতা তারেক রহমানের জুয়া খেলাই একমাত্র আয়ের উৎস উল্লেখ করে ব্রিটিশ সরকারের কাছে দাখিল করা ইনকাম ট্যাক্স পেপারের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!