বিনোদন ডেস্ক:
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে কনসার্ট আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। ২১ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ‘মিউজিক ফর পিস’ শীর্ষক এই কনসার্ট।
এখানে শুভেচ্ছাদূত হয়ে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী নারগিস ফাকরি। এজন্য আগামীকাল ঢাকায় আসছেন এই সুন্দরী। তার সঙ্গে আসবেন ভারতের জনপ্রিয় উপস্থাপক শিনা চৌহানও। তিনি গান বাংলার কনসার্টটি উপস্থাপনা করবেন।
গানবাংলা টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। সেখান থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস আর চেয়ারম্যান ফারজানা মুন্নির আমন্ত্রণে ‘মিউজিক ফর পিস’ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন নারগিস ফাকরি।
এর আগে ২০১৮ সালে কৌশিক হোসেন তাপসের গানে মডেল হয়েছিলেন নারগিস ফাকরি। ওই সময় ফেসবুক লাইভে তিনি জানিয়েছিলেন, হুট করে বাংলাদেশে এসে সবাইকে চমকে দেবেন। এবার সেটাই সত্যি হতে চলেছে।
কৌশিক হোসেন তাপস জানিয়েছেন, কনসার্টে অংশ নিতে এসে নারগিস ফাকরি ঢাকায় গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন।
এদিকে ‘মিউজিক ফর পিস’ কনসার্টে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের, অদিতি সিং শর্মা ও কৌশিক হোসেন তাপস অ্যান্ড ফ্রেন্ডস। এ আয়োজনে বাদ্যযন্ত্র নিয়ে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদ্যযন্ত্রশিল্পী অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ।
এবার বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন শুভমিতা
এবার বঙ্গবন্ধুকে নিয়ে গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার নন্দিত কণ্ঠশিল্পী শুভমিতা।
‘দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়’ দেখো তোমার জন্যে রঙ তুলিতে কত শিশু ছবি এঁকে যায়’ টুঙ্গী পাড়ার মেঠোপথ ধরে’ সবুজের বুক চিরে’ আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে’ এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
‘আবার এসো পিতা’ শিরোনামের এই গানটিতে সোমবার সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে কণ্ঠ দেন শুভমিতা।
সংগীতশিল্পী শুভমিতা বলেন, বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গানের কথা খুব চমৎকার।
বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালবাসা না থাকলে এমন গান লেখা যায় না। গানের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে তাই গানটি মুখস্থ গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে যাবে।
গীতিকার সুজন হাজং জানান, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন- নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভূটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। পুরো অ্যালবামের গানগুলো লিখেছেন সুজন হাজং।