সময় এখন ডেস্ক:
রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত সাবেক যুবদল ও বর্তমান যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে শামীমের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
অভিযানে পাওয়া যায় শুধু টাকা আর টাকা, যেন টাকার পাহাড়! রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে নগদ দেড় কোটি টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া ২০০ কোটি টাকার একটি এফডিআর পাওয়া গেছে।
শামীমের সঙ্গে তার ৭ সশস্ত্র দেহরক্ষীকেও আটক করা হয়েছে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। শামীমের কাছ থেকে অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র ও তার ৭ দেহরক্ষীর কাছ থেকে আরও ৭টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এদিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম শামীমের ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। অভিযান শেষে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তাৎক্ষণিকভাবে র্যাব থেকে জানানো হয়।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর নিকেতনে শামিমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে র্যাবের একটি দল এসে তাদের তুলে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জি কে বিল্ডার্সের কর্মচারী দিদারুল ইসলাম। তিনি জানান, সিটি কর্পোরেশনের লোক বলে বাসায় ঢোকে র্যাব। পরে র্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অ’স্ত্র উদ্ধার করে র্যাব। এসব অ’স্ত্র লাইসেন্সকৃত কি-না তা যাচাই করা হবে বলে র্যাব জানিয়েছে।
তবে আটকের বিষয়টি নিশ্চিত করেনি র্যাব। এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং) এএসপি মিজানুর রহমান বলেন, পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।