হঠাৎ মতিঝিল আইডিয়ালে প্রতিমন্ত্রী, ৫ শিক্ষককে শোকজ

0

সময় এখন ডেস্ক:

ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ করা হয়েছে।

শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের বিরু’দ্ধে এমন ব্যবস্থা নেন।

প্রতিমন্ত্রী প্রথমে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে ৪২ শিক্ষকের মধ্যে ৫ শিক্ষককে অনুপস্থিত পান। হাজিরা খাতায় এদিন তাদের স্বাক্ষর পাওয়া যায়নি। বিনা ছুটিতে তারা অনুপস্থিত থাকায় শোকজের নির্দেশ দেয়া হয়। শোকজের যথাযথ উত্তর না পাওয়া গেলে তাদের বিরু’দ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

এরপর তিনি সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখেন ছোট পরিসরে এ বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে ৪ জন শিক্ষক রয়েছেন। ১০-১২ জন শিক্ষার্থী নিয়ে চলছে। এটি দেখে মো. জাকির হোসেন দুঃখ প্রকাশ করেন। দ্রুত এ বিদ্যালয়টির অবস্থা কীভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

পরে ফকিরাপুল টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ বিদ্যালয়ে ৭ জন শিক্ষকের উপস্থিতি পান। শিক্ষার্থী রয়েছে মাত্র ১৪-১৫ জন। তা শুনে প্রতিমন্ত্রী ক্ষিপ্ত হন। ৭ জন শিক্ষক দিয়ে মাত্র ১৫ জন শিক্ষার্থী কেন, তা জানতে চান। এ এলাকায় ভালো মানের স্কুল থাকায় সরকারি বিদ্যালয়ে ছেলে-মেয়েরা ভর্তি হতে চায় না বলে জানান শিক্ষকরা। কীভাবে শিক্ষার্থী বাড়ানো যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে টিঅ্যান্ডটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজ আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ শিক্ষককে শোকজ করেছি। আগামী ৭ দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রীর সামনে ‘ইংলিশ’ শব্দটির বানান পারলেন না শিক্ষিকা

গত মার্চে কুড়িগ্রামের কয়েকটি বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সেখানে উলিপুর উপজেলার চরসুখেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাননি প্রতিমন্ত্রী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পাশাপাশি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি শিক্ষার্থীদের ইংরেজিতে ‘ইংলিশ’ শব্দটির বানান জিজ্ঞেস করেন। তাৎক্ষণিকভাবে কোনো শিক্ষার্থীই সঠিক বানানটি বলতে পারেনি। এমনকি বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকও তড়িঘড়ি করে বানানটি লিখতে ও বলতে ভুল করেছেন।

শিক্ষক-শিক্ষার্থীদের এ করুণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তবে, পরিদর্শনের সময় ৪টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বাংলাদেশের জাতির পিতার নাম, প্রধানমন্ত্রীর নামসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ের সঠিক জবাব দিতে পেরেছেন।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শনকালে ইংরেজির এমন করুণ দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

রৌমারীর চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উলিপুর উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর সুখেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

রৌমারী উপজেলার চরগেন্দার আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছে ইংরেজিতে ‘ইংলিশ’ শব্দটির বানান করে বলতে বলেন প্রতিমন্ত্রী। কিন্তু স্কুলটির প্রথম থেকে পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থীই তা পারেনি।

শিক্ষক-শিক্ষার্থীদের এমন করুণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

শেয়ার করুন !
  • 623
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!