সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে ঘরে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মুসা কারিগরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুসা কারিগর কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের হোসেন কারিগরের ছেলে।
এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে মুসা কারিগর সাতবসু গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে মুখে গামছা পেঁচিয়ে ধ’র্ষণ করে।
পরদিন ১৪ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় ওই স্কুলছাত্রীর চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার পর মুসা কারিগর ঢাকায় পালিয়ে যায়।
ওসি আরও জানান, প্রযুক্তির সহায়তায় শুক্রবার সাভার ব্যাংক কলোনি এলাকার জনৈক আবুল কালামের ভাড়া বাড়ি থেকে আটক করে মুসাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
খাগড়াছড়িতে ঘরে ঢুকে গৃহবধূ ধ’র্ষণ, আদিবাসী যুবক আটক
খাগড়াছড়ির মহালছড়িতে এক গৃহবধূকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রতন ত্রিপুরা (২৫) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে মহালছড়ির যৌথ কামার ত্রিপুরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রতন ত্রিপুরা মহালছড়ির যৌথ খামার ত্রিপুরাপাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নিজের বাড়িতে একাই ছিল ওই গৃহবধূ। তাকে একা পেয়ে রতন ত্রিপুরা ধ’র্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার সকালের দিকে মহালছড়ি থানা পুলিশ রতনকে তার বাড়ি থেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির বলেন, ধ’র্ষণের অভিযোগে রতন ত্রিপুরাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ধ’র্ষণের শি’কার ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
71