চট্টগ্রাম ডেস্ক:
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাঠানো ডাল কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাচারের সময় ২টি কাভার্ডভ্যান জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় ১ জনকে আটক করা হয়েছে, সিলগালা করা হয়েছে ১টি গুদাম।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের কমিশনার গলির নিউ খালেক ট্রেডিং থেকে কাভার্ডভ্যান ২টি জব্দ করা হয়েছে। একই সাথে আটক করা হয় একজনকে। আটক মোহাম্মদ হোসেন রাসেল নিউ খালেক ট্রেডিংয়ের ব্যবস্থাপক বলে জানা গেছে।
সন্ধ্যায় ডাল জব্দ ও ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জব্দ করা চনার ডালগুলো বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বিতরণ করা হয়। সেগুলো রোহিঙ্গারা বিক্রি করে দেয় ক্যাম্পের বাইরে।
খাতুনগঞ্জের কমিশনার গলির মেসার্স নিউ খালেদ ট্রেডার্স নামে প্রতিষ্ঠানটি কক্সবাজারের উখিয়া, কুতুপালং, টেকনাফসহ বিভিন্ন স্থান থেকে এসব ডাল সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে এসেছে বিক্রির জন্য।
জানা যায়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শিবির থেকে এভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দেয়া কোটি কোটি টাকা মূল্যের চাল-ডালসহ বিভিন্ন পণ্যসামগ্রী অবাধে পাচার হয়ে আসছিল। এর মধ্যে কিছু চাল-ডাল খোলাবাজারে বিক্রির উদ্দেশে চট্টগ্রামের খাতুনগঞ্জে নেয়া হচ্ছিল বলে তথ্য ছিল গোয়েন্দা পুলিশের কাছে। সে তথ্যের ভিত্তিতে আজ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নজর রাখে গোয়েন্দা পুলিশ।
সেই সূত্রে জানা যায়, অন্তত ৩টি ডালভর্তি কাভার্ডভ্যান খাতুনগঞ্জের নিউ খালেক ট্রেডিংয়ে এসে পৌঁছেছে। পরে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ২টি জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশ নিউ খালেক ট্রেডিংয়ের একটি গুদাম সিলগালা করেছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ২টি কাভার্ডভ্যানের প্রতিটিতে ৩০০ বস্তা করে মোট ৫০ টন চনার ডাল রয়েছে। কক্সবাজারের বিসিক শিল্প নগর থেকে ৩টি কাভার্ডভ্যানে এই চনার ডাল খাতুনগঞ্জে পাচার করা হচ্ছিল। এর মধ্যে ২টি আটক করেছে গোয়েন্দা পুলিশ। অপরটি পালিয়ে গেছে।
1.6K