ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রতিবন্ধীকে পার করে আলোচনায় ট্রাফিক কনস্টেবল (ভিডিও)

0

সময় এখন ডেস্ক:

ট্রাফিক সিগন্যাল ছিল না তখন। দ্রুতগতিতে একটি বাস ছুটে আসছে। ডানহাত উঁচিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছেন। একটু ঝুঁকে বামহাতে এক শারীরিক প্রতিবন্ধীকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন এক ব্যক্তি। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের দায়িত্ববোধ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন নেটিজেনরা।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর আমতলী চার রাস্তার ট্রাফিক মোড়ের এই ব্যক্তি একজন ট্রাফিক কনস্টেবল। নাম মো. গিয়াস উদ্দিন। তার থামার ইশারা পেয়ে মহাখালী রেললাইন ক্রস করে আসা বাড্ডাগামী দ্রুতগতির ওই বাসটি ব্রেক করে।

অন্যদিকে বনানীর দিক থেকে আসা বাড্ডাগামী আরেকটি বাস তখন ব্রেক করেছে। এর মাঝে ২ পা হারানো ওই শারীরিক প্রতিবন্ধীকে এই ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারের চেষ্টা করে চলছিলেন ট্রাফিক কনস্টেবল গিয়াস উদ্দিন।

ব্রেক করলেও পাশ দিয়ে বাড্ডাগামী বাস দুটি চলতে থাকল। রাস্তার মাঝামাঝি পর্যায়ে যখন গিয়াস উদ্দিন ও ওই প্রতিবন্ধী ব্যক্তি, তখন তাদের মাঝে রেখে দুই পাশ দিয়ে বাস দুটি চলে যায়। বাসের আড়ালে ঢাকা পড়েন তারা।

রাস্তা পারাপারের শুরুতেই বড় ধরনের ঝুঁকিতে পড়তে হয় এই ট্রাফিক কনস্টেবল ও শারীরিক প্রতিবন্ধীকে। রাস্তা পারাপার হতে লাগা ৪/৫ মিনিটের বাকি সময়ে ঝুঁকি থাকলেও শুরুর মতো ঝুঁকিতে পড়তে হয়নি তাদের। পারাপারের পুরো সময় ধরেই শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তির একপাশে থেকে সাহায্য করেছেন দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল গিয়াস উদ্দিন।

দুই পা হারানো ওই ব্যক্তি জামালপুর থেকে বাসে করে ঢাকায় এসেছেন। বাস তাকে সেখানে নামিয়ে দেয়। এরপর রাস্তা পারাপার হতে তিনি সাহায্য নেন গিয়াস উদ্দিনের।

নাম না জানিয়ে শারীরিক প্রতিবন্ধী জানান, তিনি আরবি শিক্ষায় শিক্ষিত। পা না থাকায় তিনি ঢাকায় এসেছেন ভিক্ষা করতে। রাজধানীতে কেউ পরিচিত নেই। রাতে বাসস্ট্যান্ডেই থাকবেন।

ট্রাফিক কনস্টেবল গিয়াস উদ্দিন বলেন, দেখলাম, এই লোক রাস্তায় পড়ে আছেন। পার হতে পারছেন না। কারও সাহায্য ছাড়া তার পক্ষে রাস্তা পারাপার হওয়াও সম্ভব না। তাই তাকে পারাপার হতে সাহায্য করেছি মাত্র। এটা আমার ডিউটিরই অংশ।

জাগো নিউজ এর সৌজন্যে:

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!