কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে দশম শ্রেণির ছাত্রের বিরু’দ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিক্টিম শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরু’দ্ধে সোমবার কুড়িগ্রাম সদর থানায় মামলা করেছেন।
অভিযুক্ত কিশোর সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার সংলগ্ন উত্তর নওয়াবশ গ্রামের গাদু মিয়ার ছেলে। সে একই এলাকার পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে।
এদিকে ভিক্টিম শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. নাসিমা বেগম বলেন, শিশুর প্রাথমিক পরীক্ষায় ধ’র্ষণের আলামত পাওয়া গেছে। তবে আমরা কমিটির মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন দেবো।
শিশুটির মা জানান, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে কীর্তনের আয়োজন করা হয়। তিনি শিশুটিকে তার বাবার কাছে রেখে কীর্তন শুনতে যান। শিশুটি ঘুমিয়ে পড়লে তার বাবা বাইরে থেকে দরজার শেকল লাগিয়ে পাশের বাজারে যান।
এ সুযোগে পাশের বাড়ির ওই কিশোর ঘরে ঢুকে শিশুটিকে ধ’র্ষণ করে। পরে তিনি (মা) বাড়ি ফিরে মেয়েকে র’ক্তাক্ত অবস্থায় পান। ওই রাতেই তাকে নিয়ে কুড়িগ্রাম সদর থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে ধরার চেষ্টা চলছে। শিশুটিকে আমরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে পাঠিয়েছি। শিশুটির ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চকলেট খাওয়ানোর কথা বলে ৩য় শ্রেণির ছাত্রীকে ধ’র্ষণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর কথা বলে ৩য় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার আড়িয়াবো এলাকায় ঘটে এ ঘটনা।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সোমবার সকালে লিটন মিয়া নামের এক যুবকের বিরু’দ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
অভিযুক্ত লিটন মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শিশুটির পরিবার উপজেলার আড়িয়াবো এলাকার একটি বাসায় ভাড়া থাকে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।
রোববার দুপুরে বাসার পাশে একটি মাঠে খেলাধুলা করার সময় লিটন মিয়া চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে নিয়ে শিশুটিকে ধ’র্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পুরো ঘটনাটি জানতে পারে। তবে সুযোগ বুঝে লিটন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সোমবার সকালে অভিযুক্ত লিটনের বিরু’দ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।