পর্যটন জোনে ক্যাসিনো সুবিধা থাকবে

0

সময় এখন ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক জানিয়েছেন, বর্তমান ক্যাসিনো ব্যবসা নিয়ে সরকারের পদক্ষেপ ঠিক আছে তবে বিদেশিদের জন্য আলাদা জোন করলে সে ধরণের সুযোগ সুবিধা থাকবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ২৫-২৮ সেপ্টেম্বর, এই ৪ দিনব্যাপি নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ভবিষ্যতের উন্নয়নে; কাজের সুযোগ পর্যটনে।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত বলেই পর্যটনে দেশ এগোচ্ছে। দেশি-বিদেশি পর্যটক ও ভ্রমণপিপাসুরা পর্যটনে আরও বেশি আগ্রহী হচ্ছে। পরিবেশ ধ্বংস করে কিছু করা হবে না। আদিবাসীরা যেন পর্যটনের মাধ্যমে আয় করতে পারে, সে ব্যবস্থাও করা হবে।

সচিব মহিবুল হক বলেন, এদেশের পর্যটন নিয়ে কর্মপরিকল্পনা ছিল না। সেটা হচ্ছে। বিদেশী পর্যটক বাড়ছে, পরিসংখ্যানই বলছে। তবে, সে অনুযায়ী তাদের জন্য সুব্যবস্থা নেই, যেমন এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। এ নিয়ে কাজ চলছে। নভেম্বরের ভেতর সুনির্দিষ্ট কাঠামো প্রকাশ করা হবে। যেমন: ট্যুর অপারেটর ও ট্যুরিস্ট গাইডদের জন্য নির্দেশনা।

তিনি বলেন, দেশের পর্যটন শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরতে চায় সরকার। এ শিল্পের বিকাশে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সুন্দরবন এলাকার ৩ জেলা- খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় বিশেষ পর্যটন কেন্দ্র হবে বিদেশী পর্যটকদের জন্য। পাশাপাশি বান্দরবানেও বিশেষ পর্যটন অঞ্চল হবে। সেখানে তাদের বিদেশীদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বিশেষ পর্যটন অঞ্চল হবে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করা হবে এই পরিকল্পনায়। পাশাপাশি ট্যুর অপারেটর আইন, ট্যুরিস্ট নীতিমালা প্রনয়নেরও কাজ চলছে বলে জানানো হয় সংবাদ ব্রিফিংয়ে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী পর্যটন মেলাসহ নানা আয়োজন থাকবে।

শেয়ার করুন !
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!