ওবামা নোবেল পেল, আমারটা কোথায়: ট্রাম্প

0

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, তাকে কখনোই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এটা ঠিক না। কাজটা পক্ষপাতহীন ও সুষ্ঠু হলে তিনি অনেক কিছুতেই নোবেল পেতেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার (২৩ সেপ্টেমবর) এ কথা বলেন ট্রাম্প। নোবেল পুরস্কার না পাওয়ার অভিযোগ ট্রাম্প আগেও করেছেন।

অথচ কোরিয়ান উপদ্বীপে শান্তি আনতে তার চেষ্টার জন্য তিনি নোবেল পুরস্কার পেতে পারেন বলে ধারনা ট্রাম্পের। অভিযোগ করে এই মার্কিন নেতা বলেন, বিভিন্ন বিষয়ে আমি নোবেল পুরস্কার পেতে পারতাম, যদি নিরপেক্ষভাবে তারা এটা দিত, কিন্তু কখনো তারা সেটা করবে না।

হোয়াইট হাউসে তার পূর্বসূরি বারাক ওবামার ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে এই মর্যাদাকর পুরস্কার পাওয়া নিয়ে বিস্মিত হওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক কূটনীতি জোরদার করা ও জনগণের পারস্পরিক সহযোগিতা বাড়াতে অসাধারণ চেষ্টার জন্য ওবামাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পরই তারা ওবামাকে নোবেল দিয়েছেন। কিন্তু কেন তাকে নোবেল দেয়া হল, তা তিনি নিজেই জানতেন না। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে একটি দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প।

এতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত অধিকৃত কাশ্মীরের স্বায়ত্ত্বশাসনের অধিকার কেড়ে নেয়ার পর উপত্যকাটির বর্তমান পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করছিলেন।

৭১তম এমি অ্যাওয়ার্ডস প্রদান

প্রতি বছর টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান পর্যালোচনা করে দেয়া হয় এমি অ্যাওয়ার্ডস। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মতো এবারও দেওয়া হলো ৭১তম এমি অ্যাওয়ার্ডস ২০১৯। টেলিভিশনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ পুরস্কার হলো ‘এমি অ্যাওয়ার্ড’।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে বিজয়ীদের হাতে এমি অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয়েছে। আগেরবারের মতো এবারও সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘গেম অব থ্রোনস’। তবে সিরিজটি রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছে।

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বিজয়ীরা ‘ফ্লিব্যাগ’ ও ‘চেরনোবল’ ৩টি করে পুরস্কার পেয়েছে। ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’ পেয়েছে ২টি করে পুরস্কার।

এমি অ্যাওয়ার্ডের মোট ১২২টি ক্যাটাগরির মধ্যে আগেই ক্রিয়েটিভ আর্টস অ্যামিসে দেওয়া হয় ৯৬টি পুরস্কার। রোববার রাতে দেওয়া হলো ক্যাটাগরির ২৬টি পুরস্কার। চলতি বছরের অস্কারের মতো এই প্রথমবার এমি অ্যাওয়ার্ডসেও কোনো উপস্থাপক ছিলেন না।

শেয়ার করুন !
  • 250
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!