স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ফাইনালের পরে আবার মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার আপ নিউজিল্যান্ড। ইংলিশ ও কিউইদের মধ্যকার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালটি ছিলো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। প্রতিটি পরতে পরতে ছিলো রোমাঞ্চ। শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাসে রানার আপ হয় নিউজিল্যান্ড ও প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় ক্রিকেটের জনক ইংল্যান্ড।
অ্যাশেজ সিরিজে ড্রয়ের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ডমিনিক সিবলি, জ্যাক ক্রলি, সাকিব মাহমুদ এবং ম্যাথু পারকিনসন।
ওয়ানডেতে অসাধারণ খেলা উইকেট কিপার ব্যাটসম্যান বেয়ারস্টো গত এক বছরে টেস্ট ফরম্যাটে রান করেছেন মাত্র ২৫ গড়ে। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ডানহাতি এই ব্যাটসম্যানকে নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
বেয়ারস্টো প্রসঙ্গে ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক এড স্মিথ বলেন, সে অনেক ভালো একজন খেলোয়াড়। তবে সম্প্রতি টেস্ট ক্রিকেটে সে নিজের সেরাটা দিতে পারছে না। সে অনেক ব্যস্ত একটি গ্রীষ্ম পার করেছে। বিশ্রাম নিয়ে আবারো পূর্ণ উদ্যমে ফেরার সুযোগ পাচ্ছে সে।
সবাইকে অবাক করে দিয়ে দলে ডাক পেয়েছেন সাকিব। বাংলাদেশের সাকিব আল হাসান নয়। এই সাকিব ইংল্যান্ডেরই সাকিব। পেস বোলার সাকিব মাহমুদ এবারই প্রথম ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন।
স্কোয়াডে নতুন ডাক পাওয়া সিবলি, ক্রলি, সাকিব এবং পারকিনসন এরই মধ্যে নিজেদের প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটে। ২৪ বছর বয়সী সিবলি এই মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১৩ ম্যাচে এক হাজার ৩২৪ রান করা এই ডানহাতি দুটি ডাবল সেঞ্চুরি সহ ৫টি সেঞ্চুরি করেছেন টুর্নামেন্টে।
সিবলির স্কোয়াডে ডাক পাওয়া নিয়ে এড স্মিথের বক্তব্য, আমরা তাঁকে নিতে চেয়েছি এবং সে দলে আসার উপযুক্ত ছিল। সে এমন একজন খেলোয়াড় যাকে আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে আসছি
এদিকে অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় সুযোগ পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের লেগ স্পিনার পারকিনসন। এছাড়াও জেমস অ্যান্ডারসন, মার্ক উড এবং ওলি স্টোনের ইনজুরি সুযোগ সৃষ্টি করে দিয়েছে ২২ বছর বয়সী ডানহাতি পেসার সাকিব মাহমুদকে। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফর্ম করায় অফ স্পিন অলরাউন্ডার জ্যাক ক্রলকে নির্বাচিত করেছে টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াডঃ
জো রুট, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাথু পারকিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস।
76