সময় এখন ডেস্ক:’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্যাসিনো সম্রাট বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আমরা বিভিন্ন অনলাইন পোর্টালে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তারেক রহমান তার আয়কর রিটার্নে ঘোষণা করেছেন- তার আয়ের একটি বড় উৎস হচ্ছে ক্যাসিনো। কারণ ইংল্যান্ডে ক্যাসিনো থেকে আয় হলে সেটির কর দিতে হয় না। বিএনপি এমন ক্যাসিনো সম্রাটকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে রেখেছে আর তারাই ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে এখন কটাক্ষ করছে।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব- নিজেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে তাকান, তাদের হাত ধরেই এই সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে।
বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা এই সমস্ত অপসংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। হিযবুল বাহার জাহাজে করে বাংলাদেশের মেধাবী ছাত্রদের নিয়ে গিয়ে তাদের মধ্য থেকে সন্ত্রা’সী বানিয়ে রাষ্ট্রকে কলুষিত করেছেন।
হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ, জুয়া ও হাউজি বন্ধ করেছেন। আর এগুলো সব জিয়াউর রহমান চালু করেছেন। জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন। আর ‘বিসমিল্লাহ’ বলে মদ, জুয়া, হাউজিও চালু করে দিয়েছেন। যাদের একটু বয়স হয়েছে, এটি নিশ্চয়ই তাদের মনে আছে।
তিনি আরও বলেন, আমরা আশা করছিলাম জাতীয় পার্টি ও অন্যান্য সংগঠন যেভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, সেভাবে বিএনপিও অভিনন্দন জানাবে। যে অ’পকর্ম তারা বন্ধ করতে পারেনি বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিল, সেটি প্রধানমন্ত্রী বন্ধ করেছেন। সে জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো উচিত।
শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। দুর্নীতি, সন্ত্রা’স, চাঁদাবাজি, টেন্ডারবাজি যারাই করবে, তাদের বিরু’দ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চুনোপুঁটি-রাঘববোয়াল কেউই ছাড় পাবেন না।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাসের উদ্বোধন শেষে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।