৫০০/১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়: বাংলাদেশ ব্যাংক

0

অর্থনীতি ডেস্ক:

বাজারে চালু থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাসিনো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল টাকা উদ্ধারের পর অ’বৈধ অর্থ ধরতে ৫০০ ও ১০০০ টাকার নোট সরকার বাতিল করতে যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংবাদ মাধ্যমে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রা’ন্তিকর ও মিথ্যা খবর ছাপানো হয়েছে। এ ধরনের বিভ্রা’ন্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভী’তি ও বিভ্রা’ন্তি ছড়ানো হচ্ছে। যার ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা বিন’ষ্ট হতে পারে।’

৫০০ কিংবা ১০০০ টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট বাতিলের কোনো চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই।

‘অর্থাৎ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনাও প্রদান করা হয়নি।’

নোট বাতিলের বিভ্রান্তিকর খবর না ছড়াতে গণমাধ্যমসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনাও দেওয়া হয়নি।

‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে যে কোনো প্রকার নোট, মুদ্রা, কয়েন মুদ্রণ, ইস্যু বা বাতিলের এখতিয়ার শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত করা হয়েছে। ফলে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা আইনের সুস্পষ্ট লঙ্ঘ’ন।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গু’জব ছড়ানো হয়, ভারত সরকার কিছু দিন আগে অ’বৈধ অর্থ ধরতে সেদেশে প্রচলিত নোট যেভাবে বাতিল করেছিল, বাংলাদেশেও সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন !
  • 184
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!