বেনাপোল সীমান্তে আটকে গেল ইলিশের প্রথম চালান!

0

যশোর প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ রপ্তানির প্রথম চালান ২৪ টন বেনাপোলে আটকে গেছে। রবিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার কথা থাকলেও কাগজপত্র ঠিক না থাকায় সে চালান আটকে দেওয়া হয়। পর্যায়ক্রমে ১০ অক্টোবরের মধ্যে ৫০০ টন ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ভারতে ইলিশের প্রথম চালান দুপুরে যাওয়ার কথা থাকলে রপ্তানির জন্য কেউ কোনো কাগজপত্র দপ্তরে জমা দেয়নি। অবশ্য আজ সোমবার সকালে কাস্টম হাউসে কাগজপত্র দাখিল করা হয় বলে জানা গেছে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অমি এন্টারপ্রাইজের প্রতিনিধি মতিউল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়। বাংলাদেশ থেকে একবারই ভারতে ইলিশ রপ্তানি হবে। এ ইলিশগুলো কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি করা হবে।

তিনি বলেন, রবিবার বিকালে ৬ ট্রাক মাছের মধ্যে মাত্র ১ ট্রাক আমরা হাতে পাই। রাতের মধ্যে আরও ৫ ট্রাক মাছ আসার কথা। সোমবার সকালে মাছ রপ্তানির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করব। তারপর মাছ রপ্তানি হবে।

প্রতি কেজি ইলিশ ৬ ডলার (বাংলাদেশি টাকায় ৫০৭.২৪ পয়সা, ১ ডলারে ৮৪.৫৪ টাকা হিসাবে) মূল্যে রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশি টাকায় প্রতি কেজির দাম পড়বে ৫০৭ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের এক্যুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ভারতের কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।

কলকাতায় ইলিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। এবার দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।

৫ দিনব্যাপী দুর্গাপূজা পালন উৎসব আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে।

সর্বশেষ সংযুক্তি:

অবশেষে প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তি সাপেক্ষে সকল কায়িক পরীক্ষা শেষে বোনপোল স্থলবন্দরের শুল্ক কর্মকর্তারা প্রথম চালানের ৩০ হাজার ৫৬০ কেজি ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করেন।

বেনাপোল শুল্ক কার্যালয়ের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় গত ২২ সেপ্টেম্বর ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার পর সোমবার সকালে প্রথম চালান ভারতে পাঠনো হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল-পেট্টাপোল বন্দর হয়ে ইলিশের চালান পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানান তিনি।

শেয়ার করুন !
  • 149
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!