খুলনায় ১১ হাজার ভোল্টের ৫টি পিলার হেলে পড়েছে

0

খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলা মোড় এলাকায় ড্রেন প্রশস্তকরণের কাজ করছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। একই পথ দিয়ে চলাচল করছে শতশত মানুষ ও যানবাহন। কিন্তু ড্রেনের দুই পাশে থাকা বিদ্যুতের পিলারগুলো যাতে পড়ে না যায়, সে জন্য নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

কেসিসির ঠিকাদারের এমন অ’সতর্কতার কারণে গতকাল সকালে ড্রেন খোঁড়ার সময় পিলারের গোড়ার মাটি সরে গিয়ে ট্রান্সফরমারসহ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৫টি পিলার বিপ’জ্জনকভাবে হেলে পড়েছে। একই সঙ্গে হেলে পড়েছে টিএন্ডটির একাধিক পিলার। ঘটনার পরপরই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পিলার হেলে পড়ার সঙ্গে সঙ্গে কর্মরত শ্রমিকসহ আত’ঙ্কিত শতশত মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। যানবাহনের হর্ন ও মানুষের চিৎকারে এক ভ’য়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। থমকে যায় যানবাহনসহ মানুষের চলাচল। বড় ধরনের দুর্ঘটনার আত’ঙ্কে চিৎকার চেঁচা’মেচিতে ছুটে আসেন আশপাশের মানুষ। কিন্তু ভাগ্যক্রমে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সবাই।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) থেকে খুঁটির বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকৌশলীরা ছুটে আসেন ঘটনাস্থলে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, জলাবদ্ধতা দূর করতে কেসিসি নগরীজুড়ে ড্রেন প্রশস্তকরণের কাজ করছে। মেশিন দিয়ে ড্রেন কাটতে গিয়ে অনেক মানুষের বাড়ির সীমানা ওয়াল হেলে ও ধসে পড়ছে। বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি রাস্তায় আছড়ে পড়ছে। অনেক ভবন এখন ঝুঁ’কির মধ্যে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তেঁতুলতলা মোড়ের বাসিন্দা কামরুল ইসলাম মনি বলেন, ড্রেন প্রশস্তকরণের কাজে নিয়োজিত শ্রমিকরা বিদ্যুতের খুঁটির পাশে খনন করায় সেগুলো ধসে পড়ে। কেউ কেউ বলছেন, ঠিকাদার প্রভাবশালী হওয়ায় শ্রমিকরা খামখেয়ালি করে কাজ করছেন। যার কারণে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিসহ মানুষের বাড়ির ওয়াল ধসে পড়ছে।

ওজোপাডিকোর ডিভিশন-৪ এর এক্সেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন বলেন, কেসিসির ঠিকাদার মেশিন দিয়ে ড্রেন প্রশস্ত করতে গিয়ে খুঁটির পাশের মাটি বেশি সরিয়ে ফেলেছে। আমরা খুঁটি সংলগ্ন ২ থেকে ৩ ফিট মাটি সরাতে নি’ষেধ করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্ত তারা তোয়াক্কা করেনি। যে কারণে ১১ হাজার ভোল্টের ৫টি খুঁটি হেলে পড়েছে। খুঁটি হেলে পড়ার পরপর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খুঁটি অপসারণের কাজ শুরু করে।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, কেডিএ অ্যাভিনিউ সড়কে বিদ্যুতের হেলে পড়া খুঁটি দ্রুত অপসারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। জলাবদ্ধতা দূর করতে কেসিসি ড্রেন প্রশস্তকরণের কাজ যে ঠিকাদার করছে, তাকে বলে দেওয়া হয়েছে যাতে বিদ্যুতের খুঁটিসহ কারও কোনো ক্ষ’তি না হয়।

শেয়ার করুন !
  • 102
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!