হরিণের চামড়া কেসে ক্যাসিনো সেলিমের সাজা

0

সময় এখন ডেস্ক:

অফিসে ২টি হরিণের চামড়া রাখায় অনলাইনে ক্যাসিনো খেলার মূলহোতা সেলিম প্রধানকে ৬ মাসের কারাদ’ণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে কারাদ’ণ্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও তার বিরু’দ্ধে আরও ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় সেলিম প্রধানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদ’ণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া সেলিম ও তার ২ কর্মীর বিরু’দ্ধে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এর আগে, সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসায়ের মূলহোতা বলে জানায় র‌্যাব।

এরপর সেলিমকে প্রাথমিক জিজ্ঞাসা’বাদের পর সোমবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশান-২ এর ১১/এ রোডে সেলিম প্রধানের অফিসে অভিযান শুরু করে র‌্যাব। রাতভর অভিযানের পর দুপুরে বনানীর আরেকটি অফিসে অভিযান চালানো হয়।

দুই জায়গায় অভিযান চালিয়ে ৪৮টি বিদেশি মদের বোতল, ২৯ লাখ ৫ হাজার ৫০০ নগদ টাকা, ২৩টি দেশের বৈদেশিক মুদ্রা (যার মূল্য ৭৭ লাখ ৬৩ হাজার টাকা), ১২টি পাসপোর্ট, ১২টি ব্যাংকের ৩২টি চেকবই, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্ভার, ৪টি ল্যাপটপ এবং ২টি হরিণের চামড়া উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাবের তদন্তে সেলিমের গুলশানে ‘প্রধান ফ্যাশন’ ও ‘প্রধান বিউটি কেয়ার অ্যান্ড স্পা’ নামে আরও ২টি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে র‌্যাব। তবে দুটি প্রতিষ্ঠানই বন্ধ পাওয়া গেছে।

জানা যায়, প্রধান গ্রুপের অনলাইন প্ল্যাটফর্মেই ক্যাসিনো খেলা চলত। তাদের অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম বিশ্লেষণ করে দেখা যায়, পি২৪ ক্যামিং কোম্পানি ২০১৮ সালের ৭ ডিসেম্বর যাত্রা শুরু করে। আরও অনেক ধরনের অনলাইন ক্যাসিনো গেম রয়েছে তাদের। প্রতিষ্ঠানটির অফিস গুলশানের মতো অভিজাত এলাকায়। সাউথ এশিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় অনলাইন ক্যাসিনো হিসেবে নিজেদের দাবি করে তারা।

ঢাকায় অল্প কয়েক বছরেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ক্যাসিনো। এই সুযোগটি কাজে লাগিয়ে সেলিম প্রধান খুলে বসেন ক্যাসিনো ফাঁ’দ।

শেয়ার করুন !
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!