বিকিনি মডেলের পেছনে ১৩৫ কোটি খরচা লেবাননের প্রধানমন্ত্রীর!

0

আন্তর্জাতিক ডেস্ক:

কথায় বলে শখের তোলা ৮০ টাকা। কিন্তু রাষ্ট্রের সবচেয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন শখ বোধহয় একটু বাড়াবাড়িই।

দক্ষিণ আফ্রিকার এক বিকিনি মডেলকে একনজর দেখার জন্য ১৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি অর্থে প্রায় ১৩৪ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার টাকা) উপহার দেয়ার খবরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মুসলমান অধ্যুষিত রাষ্ট্র লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি।

সোমবার মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস মডেলকে হারিরির উপহার দেয়ার এ খবর প্রকাশ করেছে।

সংবাদটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবানিজরা ব্যাপক বিস্ময় ও ক্ষো’ভ প্রকাশ করেছেন; একজন মুসলমান ও প্রধানমন্ত্রীর পদে আসীন ব্যক্তির এমন বিলাসিতার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে সিচেলিস দ্বীপে দক্ষিণ আফ্রিকার মডেল ক্যানডাইস ভ্যান ডার মারউইর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। ওই সময় তিনি দক্ষিণ আফ্রিকান এই মডেলকে ১৬ মিলিয়ন ডলার উপহার দেন।

দক্ষিণ আফ্রিকার আদালতের কাছ থেকে পাওয়া নথি ও বেশকিছু বিবৃতির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এই প্রতিবেদন করার দাবি জানিয়েছে। তবে লেবাননের ২ মেয়াদের এই প্রধানমন্ত্রী বিকিনি মডেল ক্যানডাইস ভ্যান ডার মারউইকে ওই অর্থ দু’বারে দেন। এর মধ্যে প্রথমবার ক্যানডাইসের অ্যাকাউন্টে প্রথম অর্থ স্থানান্তর হয় ২০১৩ সালে।

সেই সময় হারিরি লেবাননের ক্ষমতাসীন সরকারে ছিলেন না। ফোর্বস ম্যাগাজিন বলছে, ২০১৩ সালে হারিরির সম্পদের পরিমাণ ছিল ১.৯ বিলিয়ন মার্কিন ডলার (১৯০ কোটি ডলার)। তবে মডেলকে নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ উপহার দেয়ায় লেবানন কিংবা দক্ষিণ আফ্রিকার আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

কিন্তু সোমবার এই সংবাদ জানাজানি হওয়ার পর দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। দেশটির মানুষ হতবাক হয়েছেন যে, কীভাবে একজন মুসলমান ব্যবসায়ী ও মিডিয়া মুঘল ব্যবসায় ধস চলাকালীনও এ ধরনের বিলাসী কর্মকাণ্ড করতে পারেন।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!