সাতক্ষীরা প্রতিনিধি:
সব সময় তো মেলে না অবসর। আর মিলে গেলে তা কাটাতে নানা বিনোদনে জড়িয়ে পড়েন। বেশ কয়েকটি অবসর সম্প্রতি কাটিয়েছেন কাটারমাস্টার মোস্তাফিজ। বিয়েজনিত অবসর। এর পর ঈদ। ত্রিদেশীয় সিরিজের বেশ ধরনের অবসরই পান মোস্তাফিজ।
এই অবসরে হঠাৎ তার দেখা মিলল স্টেডিয়ামে নয়, পুকুরপাড়ে। সেখানেও ভিড়, মোস্তাফিজকে দেখতে। এবার কেবল মোস্তাফিজ নয়, তার বড়শিতে আটকে যাওয়া ১২ কেজির এক পাঙ্গাশ দেখতে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা।
মঙ্গলবার এমনই এক মাছ শি’কারের আসর বসেছিল সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে। এই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামের পুকুরে মাছ ধরার আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন মোস্তাফিজ। দলবল নিয়ে দিব্যি মাছ ধরতে ছিপ ফেললেন।
কাটারমাস্টারের হাতে এবার মাছের উইকেট পতন। কুপোকাত ১২ কেজি ওজনের পাঙ্গাশ। একটি দুটি নয়, বেশ কয়েকটি পাঙ্গাশ ছাড়াও ৫ কেজি থেকে ৭-৮ কেজি পর্যন্ত রুই মাছ ধরে দর্শকদের মাতিয়ে দেন।
মোস্তাফিজের মৎস্য বিলাসের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় চারদিকে। তাকে শুভেচ্ছা জানাতে আসেন তালার ইউএনও ইকবাল হোসেন ও পুলিশের একটি টিমও।
বনানীতে রেস্টুরেন্টের ভেতর ক্যাসিনোর মেশিন
রাজধানীর বনানীর ‘নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে ক্যাসিনোতে জুয়া খেলার মেশিন ‘মাহাজং’ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার দুপুর একটার দিকে ১০ সদস্যের একটি গোয়েন্দা দল বনানীর এ-ব্লকের ১৮ নম্বর সড়কের ২৩ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট থেকে তারা ম্যাকাও ও হংকংয়ে তৈরি ৭টি মাহাজং মেশিন উদ্ধার করে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. শহিদুল ইসলাম বলেন, ‘নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে গত বছরের জুলাইয়ে ২০টি কার্টনে ভরে এসব মাহাজং মেশিন আমদানি করে।
অনুসন্ধানে উঠে এসেছে আমদানিকৃত পণ্যগুলো এ দেশে অবস্থারত চীনের অনেক নাগরিক ও প্রতিষ্ঠানের কাছে বিক্রিও হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্টে চীনা নাগরিকদের যাতায়াত ছিল। যারা নিজেরা ক্যাসিনো খেলত। তবে পণ্য চালান আমদানিতে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে মেশিনগুলো জব্দ করা হয়েছে।
মিথ্যা ঘোষণায় খেলনা সামগ্রীর নামে আমদানিকারক প্রতিষ্ঠান এই ৭টি মাহাজং মেশিনের বাজার দর দেখিয়েছিল ৪৭ হাজার ৮১৫ টাকা। কিন্তু প্রকৃত দাম রয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা। এতে তারা শুল্ক ফাঁকি দিয়েছে ৯ লাখ ৯৬ হাজার ২৮৫ টাকা।
100