বগুড়া প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় ৩ শতাধিক পরিবারকে পূজাসামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র মানিকের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবারগুলোকে পূজাসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে আগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে এই আয়োজন করি।
তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই সীমিত সম্পদের মধ্যেও সাধ্যমত চেষ্টা করছি সবার পাশে দাঁড়ানোর জন্য। আগামী দিনেও তা অব্যাহত থাকবে।
তার দেওয়া পূজাসামগ্রীর মধ্যে ছিল- শাড়ি, লুঙ্গি, ধুতি, নারকেল ও চিনি। অসহায় পরিবারকে শাড়ি-লুঙ্গি, পুরোহিতকে ধুতি এবং এলাকার সম্মানিত ব্যক্তিদেরকে চিনি ও নারিকেল দেওয়া হয়।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, নারী কাউন্সিলর মাজেদা বেগম, শাহানাজ বেগম, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, বানাইল বারোয়ারি কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাবেক সভাপতি শ্রীকৃষ্ণ মোহন্ত, আওয়ামী লীগ নেতা ফারুক চৌধুরী, পৌর কর্মকর্তা শ্যামল চন্দ্র মোদক, মো. বদিউজ্জামান, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ।
বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যে উদ্ভাবনী ১০০ নারীর তালিকায় পুতুল
‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্যে উদ্ভাবনী নারী নেতৃত্বের’ ১০০ জনের একটি তালিকায় জায়গায় পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
সম্প্রতি নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিভিত্তিক ‘গ্লোবাল মেন্টাল হেলথ প্রোগ্রামস কনসোর্টিয়ামের’ চেয়ার ড. ক্যাথলিন পাইক ‘ফাইভ অন ফ্রাইডে’ শিরোনামে ব্লগে এই তালিকা তুলে ধরেছেন।
মানসিক রোগ অনুধাবন, প্রতিরোধ ও চিকিৎসার উন্নয়নে অগ্রদূত এসব নারীর ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগ বিবেচনায় নিয়ে পরিচিতজনদের মধ্য থেকে নামের অদ্যাক্ষরের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুল বাংলাদেশে অটিজমসহ মানসিক স্বাস্থ্য সেবার প্রসারে নিয়োজিত।
তিনি অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি। ২০১৭ সালে ডব্লিউএইচও তাকে মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘শুভেচ্ছা দূত’ নিয়োগ দেয়।
ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
38