বৌদ্ধ ধর্মগুরু সত্যপ্রিয় মহাথেরোর মহাপ্রয়াণে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

0

সময় এখন ডেস্ক:

একুশে পদকপ্রাপ্ত ও বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর মহাপ্রয়াণে শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর আত্মার সদগতি কামনা করেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান বৌদ্ধধর্মীয় গুরু রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

পণ্ডিত সত্যপ্রিয় মহাথের সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম শীর্ষ গুরু ছিলেন। তিনি ২০১৫ সালে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার একুশে পদকে ভূষিত হন। তিনি দীর্ঘদিন ধরে রামুর ফতেখাঁরকুল মেরুংলোয়া কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জনসম্মুখে ধুমপান নি’ষিদ্ধ আইন বাস্তবায়নের দাবি

জনসম্মুখে ধুমপান নি’ষিদ্ধ আইন খাতা-কলমে থাকলেও সেটার যথাযথ বাস্তবায়ন নেই। পুলিশ, মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আইন বাস্তবায়নের জন্য কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছে জন পার্টি।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জনসম্মুখে ধুমপান নি’ষিদ্ধ আইন কার্যকর করার দাবি আয়োজিত মানব’বন্ধনে এ দাবি জানায় জনপার্টি।

এ সময় জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, জনসম্মুখে ধুমপান নি’ষিদ্ধ আইন খাতা-কলমে থাকলেও তার যথাযথ বাস্তবায়ন নেই। অনতিবিলম্বে এই আইন কার্যকর করতে হবে। পুলিশ, মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আইন বাস্তবায়নের জন্য ক’ঠোর হস্তক্ষেপ গ্রহণ করতে হবে।

পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক মাঠে কাজ করে আসছে, আগামীতেও জনস্বার্থে সমাজ উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকবে।

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জন পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মো. শাকিল প্রধান, কেন্দ্রীয় নেতা সোহাগ তরফদারসহ অনেকে।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!