আবারও মিয়ানমারের ২৩০ সিমসহ রোহিঙ্গা যুবক আটক

0

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে মিয়ানমারের ২ শতাধিক সিমকার্ডসহ ফের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মো. করিম (৩০)।

বুধবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং মার্কেটের সামনে থেকে মিয়ানমারের এমপিটি মোবাইল অপারেটরের ২৩০টি সিমকার্ডসহ তাকে আটক করে উখিয়া থানা পুলিশ। এর আগে গত ১৭ সেপ্টেম্বর মিয়ানমারের ২২২টি সিমসহ টেকনাফ স্থলবন্দর থেকে ৩ রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।

পুলিশ জানায় আটক মো. করিম (৩০) উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শিবিরের ১ নম্বর ক্যাম্পের এ ব্লকের নুরুল আলমের ছেলে। বিশেষ ক্ষমতা আইনে মামলার পর বৃহস্পতিবার দুপুরে তাকে কক্সবাজার জেলা কারা’গারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একটি দল অভিযান চালিয়ে ক্যাম্পে বিক্রি করতে আসা ২৩০টি মিয়ানমারের সিমসহ করিমকে আটক করে। এসব সিমকার্ড রোহিঙ্গাদের ব্যবহারের জন্য মিয়ানমার থেকে সুকৌশলে আনা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রিত রোহিঙ্গারা অ’বৈধভাবে দেশীয় মোবাইল সিম ব্যবহার করছিল। সম্প্রতি রোহিঙ্গারা নানাবিধ অপরাধ ও অ’বৈধ ব্যবসায় জড়িয়ে পড়া, প্রত্যাবাসনে রাজি না হওয়া এবং মহাসমাবেশ করায় দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এরপরই আশ্রয় শিবিরগুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই এলাকায় মোবাইল ফোনের থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট ও নেটওয়ার্ক সীমিত রাখার ঘোষণা দেয় সরকার। ফলে গত ১ মাস যাবৎ বাংলাদেশি মোবাইল অপারেটরের দুর্বল নেটওয়ার্ক দিয়ে নিজেদের মধ্যে যোগাযোগে ব্যর্থ হচ্ছিল রোহিঙ্গারা।

এ কারণে তারা মিয়ানমারের সিম ব্যবহারে আগ্রহী হচ্ছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় উখিয়া-টেকনাফে মিয়ানমারের বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক মিলছে বেশ ভালোভাবেই। ফলে উখিয়া-টেকনাফের ৩২টি আশ্রয় শিবিরের রোহিঙ্গারা কৌশলে মিয়ানমার থেকে সিমকার্ড এনে ব্যবহার করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, মিয়ানমার থেকে সিমকার্ড নিয়ে আসা এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসা’বাদ করা হচ্ছে।

তার বিরু’দ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(২) ধারায় উখিয়া থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা কারা’গারে পাঠানো হয়েছে।

* ব্যবহৃত ছবিটি পূর্বের চালানের সময় আটকৃতদের।

শেয়ার করুন !
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!