সময় এখন ডেস্ক:
ইউরোপের দেশ বেলজিয়াম শাখা আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে ঢাকার মহাখালীতে। সেখানে এলইডি সাইনবোর্ড লাগানো হয়েছে। সুসজ্জিত কার্যালয় দেখভালের জন্য রাখা হয়েছে কর্মচারী। অফিস নিয়ন্ত্রণ করা হয় সিসি ক্যামেরায়। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের বেলজিয়াম শাখা অফিসের ঢাকায় কাজ কী?
জানা গেছে, ঢাকার মহাখালীর জি পি গ-১৪৩ ঠিকানায় আওয়ামী লীগের বেলজিয়াম শাখার অফিস খুলেছেন বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিউল্লাহ শাফী। তিনি থাকেন বেলজিয়ামে। দেশে এলে এই অফিসে বসেন। অফিস দেখভাল করেন একজন ম্যানেজার। বাসাটি মহাখালী এলাকায় ভুঁইয়া বাড়ী হিসেবে পরিচিত হলেও আওয়ামী লীগের বেলজিয়াম শাখার অফিস নিয়ে নানা আলোচনাও হচ্ছে সেখানে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, জি পি গ-১৪৩ নম্বর বাসায় ওপরে ঝুলছে দুটি সাইনবোর্ড। একটিতে লেখা ‘বাংলাদেশ আওয়ামী লীগ, বেলজিয়াম শাখা, জি পি গ-১৪৩, মহাখালী, ঢাকা।’ অন্যটিতে লেখা ‘ভুঁইয়া’বাড়ী, জি পি গ-১৪৩, মহাখালী, ঢাকা।’ এ বাসার নিচতলায় খোলা হয়েছে বেলজিয়াম শাখার অফিস। সুসজ্জিত অফিসকক্ষে রাখা হয়েছে চেয়ার-টেবিল। দেয়ালে রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি। তবে অফিস ঘিরে রয়েছে ব্যাপক নিরাপত্তা।
বাসার ওপরে লেখা রয়েছে ‘ভুঁইয়া বাড়ী সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতাভুক্ত’। গেট দিয়ে ভিতরে ঢুকতেই ডান দিকে চোখে পড়ে ‘নাইন স্টার বয়েজ ক্লাব’-এর সাইনবোর্ড। ঢুকে নক করার আগেই দরজা খুলে এক ব্যক্তি জানতে চাইলেন, কী চাই। কাকে খুঁজছেন? প্রতিবেদকের পরিচয় দেওয়ার পর তার পরিচয় জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।
তবে পাশ থেকে এক নারী বলেন, তিনি বাসার ম্যানেজার। তার নাম হুমায়ুন কবির। পরে জানতে চাওয়া হলো এটা কি আওয়ামী লীগের বেলজিয়াম শাখা অফিস? তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ। তবে ঢাকায় আওয়ামী লীগের বেলজিয়াম শাখার কাজ কী- জানতে চাইলে বাসার ম্যানেজার বলেন, আওয়ামী লীগের বেলজিয়াম শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিউল্লাহ শাফীর বাসা এটা। তিনি দেশে এলে এখানে বসেন। তখন অনেক লোকজন আসেন, তাদের বসার জন্যই এই অফিস। তিনি তো দেশে রাজনীতি করেন না, বিদেশে রাজনীতি করেন।
এই নেতার কোনো কার্ড আছে কিনা- জানতে চাইলে ম্যানেজার একটি কার্ড এনে দেন। কার্ডে নাম লেখা- শফিউল্লাহ শাফী, বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান ভুঁইয়া ফাউন্ডেশন, প্রোপ্রাইটার এসপিআরএল বেলজিয়াম।
কার্ডে বেলজিয়ামের ঠিকানা হিসেবে লেখা আছে- সিএইচ-ডিএ ওয়াটার লু, ১১৭১, বেলজিয়াম। এ ছাড়া বাংলাদেশের এই ঠিকানা লেখা রয়েছে।
64