ছাত্র রাজনীতি বন্ধ করার প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

0

সময় এখন ডেস্ক:

আবরার ফাহাদ হ’ত্যাকাণ্ডের পর বুয়েট শিক্ষার্থীদের বিক্ষো’ভ থেকে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়ার যে দাবি উঠেছে, তার সাথে দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বুয়েট তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাইলে বন্ধ করতে পারে।

ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যা’তনে আবরারের মৃ’ত্যুর পর বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন থেকে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবিও উঠেছে।

জাতিসংঘ ও ভারত সফর থেকে ফিরে প্রধানমন্ত্রী বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে এলে এই সময়ে আলোচিত বুয়েটের প্রসঙ্গটিও আসে।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, …আর একটা ঘটনা ঘটেছে বলে দাবি উঠাবে যে ছাত্র রাজনীতি ব্যা’ন। আমি নিজেই যেহেতু ছাত্র রাজনীতি করে এসেছি। সেখানে আমি ছাত্র রাজনীতি ব্যা’ন বলব কেন?

বাংলাদেশে ছাত্র আন্দোলনের উজ্জ্বল ইতিহাস তুলে ধরে তা ক’লুষিত করার জন্য সামরিক শাস’কদের দায়ী করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ন’ষ্ট রাজনীতি যেটা, সেটা তো আইয়ুব খান শুরু করে দিয়েছিল, আবার জিয়াউর রহমান এসে শুরু করলো একইভাবে এবং ২ জনের ক্ষমতা দখ’লের চরিত্র একই রকম।

শেখ হাসিনা বলেন, আর ছাত্ররাজনীতি বন্ধের কথা বলেন। আসলে এই দেশের প্রতিটি সংগ্রামের অগ্রণী ভূমিকা কিন্তু ছাত্ররাই নিয়েছেন। এই যে একটা স’ন্ত্রাসী ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই তো সংগঠন করা নি’ষিদ্ধ আছে। বুয়েট যদি মনে করে তারা সেটা নি’ষিদ্ধ করে দিতে পারে। এটা তাদের উপর…

কিন্তু একেবারে ছাত্র রাজনীতি ব্যা’ন করে দিতে হবে, এটা তো মিলিটারি ডিক্টে’টরদের কথা। আসলে তারা এসে তো সবসময় পলিটিক্স ব্যা’ন …. স্টুডেন্ট পলিটিক্স ব্যা’ন তারাই করে গেছে। বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছে- এমন মন্তব্য করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী যোগ করেন, আমি ছাত্র রাজনীতি করেই কিন্তু এখানে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের দেশের অ’সুবিধাটা হল বারবার মিলিটারি রুলাররা এসেছে। আর এসে এসে মানুষের চরিত্র হ’রণ করে গেছে।

শেয়ার করুন !
  • 220
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!