সময় এখন ডেস্ক:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছে জাতিসংঘ। আজ সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানিয়েছেন।
অনুষ্ঠানে সেপ্পো বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হ’ত্যাকাণ্ডে আমরা ব্য’থিত। এই হ’ত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে জাতিসংঘ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ- বিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
যতরকম সর্বোচ্চ সাজা আছে, এদের হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে যারা হ’ত্যা করেছে, তাদের কঠিনতম সাজা হবে।
আজ বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধ করে, সে কোন দল, কী করে না করে, আমি কিন্তু সেটা দেখি না। আমার কাছে অপরাধী অপরাধীই। আমরা অপরাধী হিসেবেই দেখি।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দেয়া তাঁর বক্তব্যে বলেন, এ নৃশং’সতা কেন? এদের বিরু’দ্ধে ব্যবস্থা নিচ্ছি। যতরকমের সর্বোচ্চ সাজা আছে সেটা দেওয়া হবে। দল-টল বুঝি না। অপরাধের বিচার হবেই।
আওয়ামী লীগের কেউ এ ধরনের ঘটনা ঘটাবে, তা কখনোই মেনে নেবেন না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ঘটনা জানার পর তিনি সঙ্গে সঙ্গে ছাত্রলীগকে ডেকে বলেছেন, জড়িতদের যেন বহি’ষ্কার করা হয়।
…এখানে আমি দল বিবেচনা করব না। কিসের ছাত্রলীগ? অপরাধী অপরাধীই। সে অ’ন্যায়কারী। তার বিচার হবে। কারও দাবি-টাবির অপেক্ষায় থাকি না। আগেই আমি নির্দেশ দিয়ে দিয়েছি। গ্রেপ্তার হয়েছে।
ওই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ১৩ জনসহ মোট ১৯ জনের নামে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা।
26