বিশ্ব বিচিত্রা ডেস্ক:
অস্বাভাবিক মৃ’ত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। প্রতি বছর সারা বিশ্বে বজ্রপাতে মৃ’ত্যুর পরিমাণ প্রায় ৬ হাজার। মানুষ ছাড়াও গবাদি পশু এবং বড় বড় গাছও পুড়ে যায় এই তীব্র বিদ্যুৎ প্রবাহের কারনে।
এবার শুধুমাত্র ভাগ্যের জোরে বজ্রপাতের পরও মৃ’ত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। বজ্রপাতের কবলে পড়ে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করায় কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি। আর বজ্রপাতের মুহূর্ত সহ সেই ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরাতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্টুবেনর এয়ারলাইন ভেটেরনারি হসপিটালের সিসি ক্যামেরাতে ধরা পড়েছে পুরো ঘটনাটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে এক ব্যক্তি ৩টি কুকুর নিয়ে যাচ্ছেন। হঠাৎ বজ্রপাত হয় তার ওপর আর তিনি অ’জ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। কুকুরগুলো দৌড়ে পালিয়ে যায়। ওই ব্যক্তিকে পড়ে যেতে দেখে আশপাশ থেকে দৌড়ে আসেন ৩ জন।
স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা যায়, বজ্রপাতে আক্রা’ন্ত ওই ব্যক্তির নাম আলেকজান্ডার কোরিয়াস। তাকে ওই ভাবে মাটিতে পড়ে যেতে দেখেই হাসপাতালের এক কর্মী বুঝতে পারেন কিছু গণ্ডগোল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান। গিয়ে দেখেন হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। এ সময় হাসপাতালের আরও ২ কর্মী ছুটে আসেন।
পরে তারা আলেকজান্ডারকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে তার হৃদস্পন্দন ফিরে আসে। পরে তাকে হাসপাতাল থেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় অন্য একটি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর প্রাণে বেঁচে যান আলেকজান্ডার। তবে তার বেশ কিছু হাড় ভে’ঙেছে, সেই সঙ্গে কিছু পেশি ক্ষ’তিগ্রস্ত হয়েছে বজ্রপাতের ফলে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আলেকজান্ডারের জুতা, মোজা পুড়ে গিয়েছে। এমনকি তার পায়ের সামনে যেখানে বাজ পড়েছিল সেখানে মাটিতে একটা গর্তও তৈরি হয়েছে। তাই অনেকেই মনে করছেন মৃ’ত্যুর মুখ থেকে প্রায় ভাগ্যের জোরেই ফিরে এসেছেন আলেকজান্ডার।
50