বিশ্ব বিচিত্রা ডেস্ক:
শ্রেণিকক্ষে রচনা লিখতে নির্দেশ দিয়েছিলেন শিক্ষক। সবাই ঠিকঠাক লিখেছে, কেবল এক ছাত্রী ছিল ব্যতিক্রম। তিনি জমা দেন একেবারে সাদা খাতা। আর তাতেই তিনি পেয়ে যান সর্বোচ্চ নম্বর। জাপানের মিয়ে বিশ্ববিদ্যালয়ে এই অদ্ভূত ঘটনাটি ঘটেছে।
সাদা খাতা জমা দেয়া ওই শিক্ষার্থীর নাম এইমি হাগা। তার বয়স ১৯ বছর। বিশ্ববিদ্যালয়টির ১ম বর্ষের ছাত্রী তিনি। বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে।
সাদা খাতা জমা দিয়ে সর্বচ্চ নম্বর অর্জন করার রহস্য নিয়ে তাকে প্রশ্ন করা হয়। এ সম্পর্কে তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সত্যিকার অর্থে এইমি সাদা খাতা জমা দেননি। খাতায় রচনাটি তিনি লিখেছিলেন অদৃশ্যমান কালিতে।
মিয়ে বিশ্ববিদ্যালয়ের নিনজা ক্লাবের সদস্য এইমি হাগা সুপ্রাচীন আবুরিদাশি নামের এক ছোট্ট নিনজা কৌশল খাটিয়েই করেছিলেন কাজটি।
এ কৌশলে সয়াবিন ভিজিয়ে রেখে পরে গুঁড়ো করে তার সঙ্গে পানি মিশিয়ে অদৃশ্য কালি তৈরি করা হয়। ছোটবেলায় এ কৌশল সম্পর্কে পড়েছিলেন এইমি।
তাই অন্যদের চেয়ে আলাদা কিছু করার চিন্তা থেকেই অদৃশ্যমান কালিতে শিক্ষক ইউজি ইয়ামাদার কাছে রচনা লেখা খাতা জমা দেন এইমি।
বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও নিনজা সংস্কৃতি পড়ান শিক্ষক ইয়ামাদা। সেদিন নিনজা ইতিহাস ক্লাসে ইগারিউ নিনজা জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতার ওপর রচনা লিখতে দিয়েছিলেন তিনি।
তার আগেই ইয়ামাদা বলে রেখেছিলেন, কেউ উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পারলে তাকে সেরা নম্বর দেবেন।
এইমির নিনজা পদ্ধতির লেখা রচনায় মুগ্ধ হয়ে ইয়ামাদা তাকে সর্বোচ্চ নম্বর দেন। এইমি খাতাটি জমা দেয়ার আগে সেটিতে দৃশ্যমান কালিতে লিখে দিয়েছিলেন, পড়ার আগে তাপ দিয়ে নিন।
এ লেখাটি দেখেই শিক্ষক ইয়ামাদা বিষয়টি বুঝতে পারেন এবং বাসায় গিয়ে একটি গ্যাস স্টোভের উপর খাতাটি রেখে গরম করেন।
আর তখনই ফুটে ওঠে এইমির লেখা। এমন সৃজনশীলতা দেখে ভীষণ মুগ্ধ হন ইয়ামাদা। তার লেখাটিও ভালো ছিল বলে জানান তার শিক্ষক।