কলকাতা প্রতিনিধি:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানাতে মন্দির স্থাপন করতে চলেছন উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার মুসলিম নারীরা। সেখানকার একটি মুসলিম সংগঠনের নেত্রী রুবি গজনীর অভিমত মুসলিম নারীদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন এবং এর জন্য উনি সম্মান পাওয়ার যোগ্য।
তিনি জানান, ৩ তালাক বাতিল করে আমাদের জীবনে আমূল বদল এনেছেন। তাছাড়া তিনি আমাদের জন্য গ্যাস সংযোগ ও বিনামূল্যে বাড়ি দিয়েছেন। এর বেশি ওনার কাছ থেকে আর কী চাওয়ার আছে?
গজনি আরও জানিয়েছেন, গোটা বিশ্বেই মোদি সম্মানিত হয়েছেন তাই আমাদের দেশের মাটিতেও তাকে সম্মানিত করা উচিত।
গত বৃহস্পতিবারই ওই মুসলিম নারী সংগঠনের তরফে জেলা প্রশাসনের কাছে স্মারক’লিপি জমা দিয়ে মন্দির স্থাপনের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের সংসারের খরচ বাঁচিয়ে দেশের প্রধানমন্ত্রীর জন্য মন্দির নির্মাণের খরচ তুলেছেন ওই নারীরা।
গজনি আরও জানিয়েছেন, আমরা একটা কথা পরিস্কার বলে দিতে চাই যে প্রধানমন্ত্রী ও তার নীতির প্রতি মুসলিম নারীদের পূর্ণ সমর্থন আছে এবং মোদিকে মুসলিম বিরো’ধী বলে উপস্থাপন করার কোন অর্থ নেই।
সৈকতে বোতল কুড়ালেন মোদি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে চেন্নাইয়ের সমুদ্র সৈকত ভ্রমণ করতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় তাকে সৈকতে পড়ে থাকা প্লাস্টিকের বোতলসহ অন্যান্য ময়লা পরিষ্কার করতে দেখা গেছে।
শনিবার সকালে মামাল্লাপুরমের সৈকতের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎই ক্যারিব্যাগ হাতে আবর্জনা কুড়ান তিনি। পুরো ঘটনাটার ভিডিও মোদি টুইট করলেন নিজের টুইটার অ্যাকাউন্টে। যে চিত্র ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খবর এনডিটিভি।
ভারতীয় গণমাধ্যম বলছে, ভোরবেলা ঘুম থেকে উঠেই ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। পরনে কালো টি-শার্ট আর ট্র্যাক স্যুট, খালি পা। মামাল্লাপুরমের সৈকতের ধার বরাবর হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই চোখ পড়ল বালিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনায়। তাই নিজেই প্লাস্টিকের ঝোলা হাতে সাফাই কাজে নেমে পড়লেন। তারপর আবর্জনার ঝোলা তুলে দিলেন হোটেলকর্মীর হাতে। এমনই ছিল এদিনের ভিডিও-এর ছবি। প্রায় ৩০ মিনিট ধরে সৈকত পরিস্কার করেন তিনি।
585