আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দেয়ার সুযোগ পাচ্ছেন দেশটির নারীরা। সেনাবাহিনীতে নারী সেনা নিয়োগে প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরা’র।
বুধবার ‘দ্য এনলিস্টমেন্ট অব উইমেন ফর মিলিটারি জবস’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সেনা, কর্পোরাল বা সার্জেন্ট হিসেবে যোগ্য সৌদি নারীদের নিয়োগ দেয়া হবে। এছাড়া সৌদি রয়্যাল ল্যান্ড ফোর্সেস, রয়্যাল এয়ার ফোর্সেস, রয়্যাল নেভি, রয়্যাল সৌদি এয়ার ডিফেন্স ও মেডিকেল সার্ভিসেও তাদের জন্য রয়েছে চাকরির সুযোগ।
এদিকে এক টুইট বার্তায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে নারীর ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে সৌদি আরব। গত বছর নারীদের দেশের নিরাপত্তা বাহিনীগুলোতে যোগ দেয়ার অনুমতি দেয় সৌদি আরব।
দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নারীর ক্ষমতায়নে যেসব পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে রয়েছে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেয়া, পুরুষ অভিভাবক ছাড়াই তাদের বিদেশে ভ্রমণের অনুমতি, আবাসিক হোটেলে রুম ভাড়া নিতে পারার অনুমতি।
ইরানের আগ্রা’সন ঠেকাতে সৌদিতে যুক্তরাষ্ট্রের ৩০০০ সৈন্য
মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রা’সন ঠেকাতে সৌদি আরবের অতিরিক্ত ৩ হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্র’তিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন, ২ স্কোয়াড্রন যো’দ্ধা, ২টি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি, উন্নত আকাশ প্র’তিরক্ষা ব্যবস্থা থাড সৌদি আরবে পাঠানো হচ্ছে।
পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বর থেকে সর্বমোট ৩ হাজার সেনা সেখানে পাঠানো হচ্ছে। খবর ওয়াশিংটন পোস্টের।
সৌদি আরবের ২টি তেল স্থাপনায় গত মাসের হাম’লার ঘটনা ঘটে। এ হাম’লার জন্য ইরানকে সরাসরি দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি।
মার্ক এসপার বলেছেন, তার সঙ্গে শুক্রবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাদের প্র’তিরক্ষা সামর্থ্য ও মধ্যপ্রাচ্যের প্র’তিরক্ষা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে কথা হয়েছে।
যুক্তরাষ্ট্রের তৈরি অ’স্ত্র ও প্র’তিরক্ষা ব্যবস্থার বড় ক্রেতা সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর থেকেই সৌদির প্রশংসায় পঞ্চমুখ।
শুক্রবার তিনিও বলেছেন, আমরা তাদের সাহায্য করতে যা যা করবো তার জন্য অর্থ পরিশোধে রাজি সৌদি।
233