হাইজ্যাক করা ৬ লাখ টাকা ভাগাভাগি, ৪ জন ডিবির হাতে গ্রেপ্তার

0

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার মহাস্থানগড় থেকে ৬ লক্ষাধিক টাকা হাইজ্যাকিংয়ের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে হাইজ্যাক হওয়া ৬ লাখের মধ্যে দেড় লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলো- কাহালু উপজেলার বিষা বড়গাছা গ্রামের মনোয়ারুল ইসলাম রাকিব (২২), একই গ্রামের নজরুল ইসলাম (২৫), নাছিম আহাম্মেদ নয়ন (১৯) এবং শিবগঞ্জ উপজেলার পলিগাতি গ্রামের তরিকুল ইসলাম আতিক (১৯)।

সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ তথ্য জানান। তিনি বলেন, ভোরে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে এই ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসা’বাদে হাইজ্যাকিংয়ের ঘটনাটির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঘটনাসূত্রে জানা যায়, ৩ অক্টোবর বিকেলে মোছাদ্দেক হোসেন নামে এক ব্যবসায়ী রূপালী ব্যাংক মহাস্থানগড় শাখা থেকে ৬ লাখ ২০ হাজার টাকা তুলে মোটর সাইকেলযোগে মোকামতলা যাচ্ছিলেন। এ সময় মহাস্থানগড় ব্রিজের উত্তরে মাঝিপাড়ায় ৩ হাইজ্যাকার অপর একটি মোটর সাইকেল দিয়ে পথরোধ করে টাকার ব্যাগ হাইজ্যাক করে নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হলে ৪ হাইজ্যাকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশকে জানায়, ৫ জনের একটি দল হাইজ্যাকিংয়ের জন্য মহাস্থানগড় বন্দরে অবস্থান নেয়। এদের মধ্যে ২ জন ব্যাংকে অবস্থান করে মোছাদ্দেকের গতিবিধি লক্ষ্য করে মোবাইলে অপর ৩ জনকে সংবাদ দেয়। এরপর তারা টাকার ব্যাগ হাইজ্যাক করে নেয়। হাইজ্যাক করা টাকা মনোয়ারুল ইসলাম রাকিবের বাড়িতে নিয়ে গিয়ে ভাগ করা হয়। ৬ লাখ ২০ হাজার টাকার মধ্যে রাকিব ১ লাখ ৮০ হাজার এবং অপর ৪ জন ১ লাখ ১০ হাজার টাকা করে ভাগ করে নেয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, হাইজ্যাকিংয়ে অংশ নেয়া অপর ১ জনকে গ্রেপ্তার করতে অভিযান অ’ব্যাহত রয়েছে। হাইজ্যাকিংয়ের কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ৪ জনকে চালান দেয়া হয়েছে।

শেয়ার করুন !
  • 189
  •  
  •  
  •  
  •  
  •  

এই ওয়েবসাইটের যাবতীয় লেখার বিষয়বস্তু, মতামত কিংবা মন্তব্য– লেখকের একান্তই নিজস্ব। somoyekhon.net-এর সম্পাদকীয় নীতির সঙ্গে এর মিল আছে, এমন সিদ্ধান্তে আসার কোনো যৌক্তিকতাই নেই। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে somoyekhon.net আইনগত বা অন্য কোনো ধরনের কোনো প্রকার দায় বহন করে না।

Leave A Reply

error: Content is protected !!